Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য ফণি ভূষন চৌধুরী আর নেই

স্টাফ রিপোর্টার:: বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য, সাবেক সচিব ও পুলিশ সমন্বয়ক (আইজিপি সমতুল্য) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্ঠা ফণি ভূষণ চৌধুরী ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার বিকাল সাড়ে পাঁচটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। পুলিশ হেডকোয়ার্টারের এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। তার মরদেহ রোববার সকাল ১০টায় ঢাকেশ্বরী মন্দিরে নেয়া হবে। সেখানে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দুপুর ১২টায় সর্বস্তরের পুলিশ সদস্যদের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাজারবাগ পুলিশ লাইনে নেয়া হবে। ওইদিন বিকালে মরদেহ সৎকারের উদ্দেশে তার গ্রামের বাড়ি জগন্নাথপুর উপজেলার পাশ্ববতী উপজেলা ছাতক নেয়া হবে। আগামী ২৮শে মার্চ ছাতকে তার মরদেহ সৎকার করা হবে। এদিকে ফণি ভূষণ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জগন্নাথপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, জগন্নাথপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীরেন্দ্র কুমার দেব, সাধাণ সম্পাদক সুধাংশু শেখর রায় বাচ্চু,, জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর লাল রায়, সাধারণ সম্পাদক প্রনব কুমার বণিক,জগন্নাথপুর উপজেলা শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা সংঘের সভাপতি আশিষ চন্দ্র দে, সাধারণ সম্পাদক অমিত দেব, হিন্দু কমিউনিটি নেতা প্রদীপ সূত্রধর, হীরা লাল দে, বিজন কুমার দেব,মিন্টু রঞ্জন ধর, জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, বিভাস দে প্রমুখ

Exit mobile version