Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ: সিলেটে টিকেটের জন্য দীর্ঘ প্রতীক্ষা

জগন্নাথপুর২৪ ডেস্ক :: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমবারের মতো খেলবে বাংলাদেশ জাতীয় দল। আগামীকাল বিকেল পাঁচটায় বাংলাদেশ-শ্রীলঙ্কার ক্রিকেট দলের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ এ মাঠে অনুষ্ঠিত হবে। এ ম্যাচকে ঘিরে ক্রিকেটপাগল সিলেটের দর্শকদের মধ্যে চলছে টিকিটের জন্য হাহাকার। আজ সকাল থেকেই টিকেটের জন্য স্টেডিয়ামের কাউন্টারে ভীড় জমিয়েছেন ভক্তরা।
সিলেট স্টেডিয়ামের ধারণক্ষমতার ১৮হাজার টিকেটের মধ্যে ইতিমধ্যে প্রায় ১৭ হাজার টিকেট বিক্রি হয়ে গেছে।শুক্রবার রাতে অনলাইনে টিকেট ছাড়ার এক ঘন্টার ভিতরেই ‘Sold Out’ সকল টিকেট।
টিকেট এতো তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ায় অনেকেই খেলা দেখতে পারবেন না বলে হতাশ। তবে, শনিবার দুপুর ১২টায় স্টেডিয়ামের কাউন্টারে টিকেট বিক্রি করা হবে। এমন তথ্য জানিয়েছেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া ম্যানেজার ফরহাদ কোরেশী।
আজ ১২টায় স্টেডিয়ামের কাউন্টারে টিকেট বিক্রি করা হবে-এমন তথ্যের ভিত্তিতে সকাল থেকেই ভীড় জমেছে টিকেট প্রত্যাশী দর্শকদের। ইতিমধ্যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন কয়েকশত দর্শক।
টুকেরবাজার ইউনিয়নের রাকিবুল হাসান জানান, সকাল ৬টা থেকে এখন পযন্ত লাইনে আছেন। সুনামগঞ্জ থেকে সকাল ৭টা থেকে টিকেট পেতে লাইনে আছেন মো: হোসাইন। সিলেট মহিলা কলেজের ছাত্রী লুবনা আক্তার মিম জানান, সকাল ৯ টা থেকে তিনি লাইনে আছেন। নিজের শহরে নিজ দেশের খেলা উপভোগ করতে চান তিনি। খাদিম নগরের নাসির জানান, সকাল থেকেই আসছি। টিকেট পেলে সকল কষ্ট সার্থক হবে।
উল্লেখ্য, বাংলাদেশ-শ্রীলঙ্কার ক্রিকেট দলের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ সিলেটের মাঠে অনুষ্ঠিত হবে। এর মাধ্যমেই পূর্ণতা পেতে যাচ্ছে ২০১৪ সালে উদ্বোধন হওয়া স্টেডিয়ামটি। খেলার টিকিটমূল্য ধরা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ড ১ হাজার, ক্লাব হাউস ৩০০, গ্রিন গ্যালারি ১৫০, ইস্টার্ন গ্যালারি ১০০, ওয়েস্টার্ন গ্যালারি ১৫০ টাকা। খেলা উপলক্ষে সিলেট নগরসহ স্টেডিয়াম এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। আন্তর্জাতিক মানের খেলাটি উপভোগ করতে আসা দর্শকদের মুঠোফোন ছাড়া অন্য কোনো জিনিসপত্র (ক্যামেরা, পানির বোতাল, পাওয়ার ব্যাংক ইত্যাদি) বহন করে গ্যালারিতে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে।

Exit mobile version