1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
বালাগঞ্জে ৬টি স্থানে ককটেল বিস্ফোরণ - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৩:১২ অপরাহ্ন

বালাগঞ্জে ৬টি স্থানে ককটেল বিস্ফোরণ

  • Update Time : বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮
  • ২৪৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেটের বালাগঞ্জের বিভিন্নস্থানে ককটেল বিস্ফোরণের সংবাদ পাওয়া গেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,বুধবার রাত সাড়ে ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত এসব বিস্ফোরণ ঘটেছে। অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মোহাম্মদ সাইফুল ইসলাম, বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ এসএম জালাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা গেছে, বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আজিজপুর বাজার, দেওয়ান বাজার ইউনিয়নের মোরারবাজার এবং স্থানীয় সিরাজপুর ও সুলতানপুর গ্রামে এসব ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। রাতের আধারে সংঘটিত এসব বিস্ফোরণের সাথে কে বা কারা জড়িত তা চিহ্নিত করা যায়নি। তবে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ গ্রেনেড বিস্ফোরণ মামলায় রায়ের জের ধরে এসব ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন।

স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন, পশ্চিম গৌরীপুর ইউনিয়নের স্থানীয় আজিজপুর বাজারে রাত পৌনে ৯টার দিকে প্রায় একই সময়ে পৃথক ২টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটেছে। এছাড়া রাত সাড়ে ৮টায় দেওয়ান বাজার ইউনিয়নের মোরারবাজারে মারহাবা এণ্টারপ্রাইজের সামনে এবং রাত ১০টায় বাজারের পাশর্^বতী যুবলীগ নেতা আব্দুল্লাহ রহমানের বাড়ির সামনে পৃথক ককটেল বিস্ফোরণ ঘটে। এছাড়া রাত সাড়ে ৮টায় দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির খসরুর সিরাজপুর গ্রামস্থ বাসভবন এবং রাত ১১টায় সাবেক ছাত্রলীগ নেতা জিয়াউল হক পান্নার সুলতানপুরস্থ গ্রামের বাড়ির ফটকের বাইরে ককটেল বিস্ফোরণ ঘটেছে। এসব ককটেল বিস্ফোরণে কোন হতাহতের ঘটনা না ঘটলেও এলাকায় উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির খসরু, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন নুরু, সাধারণ সম্পাদক জুনায়েদ আহমদ মঞ্জু, যুবলীগ নেতা আব্দুল্লাহ রহমান, সাবেক ছাত্রলীগ নেতা জিয়াউল হক পান্না প্রমুখ এসব ককটেল বিস্ফোরণের বিষয়ে অভিযোগ জানিয়েছেন।

এদিকে রাত সাড়ে ১০টায় সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মোহাম্মদ সাইফুল ইসলাম, বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ এসএম জালাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় এ প্রতিবেদকের সাথে আলাপকালে অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার বিষয়ে সত্যতা নিশ্চিত করেন। এ ব্যাপারে তদন্তের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com