Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বাসুদেব মন্দিরে তারকব্রহ্ম মহানামযজ্ঞ উপলক্ষে সন্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার –
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রী শ্রী  বাসুদেব শ্রী মন্দিরে ৩৩তম ১৬ প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান বুধবার থেকে শুরু হয়েছে।  বিকেলে ধর্মীয় আলোচনা সভা ও সন্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উদযাপন কমিটির সভাপতি মুকুল ভট্টাচার্য এর সভাপতিত্বে ও  উৎসব উদযাপন পরিষদ নেতা শশী কান্ত গোপ এর পরিচালনায় এতে অতিথি হিসেবে ছিলেন তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উদযাপন কমিটির উপদেষ্টা বিনয় ভূষণ বণিক, পরমানতান্দ দাশ (কালা সাধু) আশীষ চন্দ্র দে,দিনেশ তালুকদার,লিখন দাশ, বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক  সাংবাদিক অমিত দেব, উৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নির্মল দেব, যুগ্ম সাধারণ সম্পাদক  কাজল বণিক প্রমুখ সভায় জগন্নাথপুরের সনাতন  ধর্মীয় কার্যক্রমে বিশেষ অবদান রাখায় বাসুদেব মন্দিরের সেবাইত প্রতাপ রঞ্জন চৌধুরী (মরনত্তোর) এর মেয়ে তন্না চৌধুরীর হাতে সন্মাননা ক্রেষ্ট,  বাসুদেব মন্দির উন্নয়ন ও পরিচালনা কমিটির সভাপতি প্রনব কুমার বণিক, এর ছেলে দিপ্ত বণিক,  রুহিনী ভট্টাচার্যের ছেলে রুপম ভট্টাচার্য , সুবল চন্দ্র চন্দের ছেলে কৃষ্ণ চন্দ, উমেশ দাসের ছেলে দিনেশ দাস এর হাতে  মরণোত্তর ও জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক বিশিষ্ট ধর্মানুরাগী সমরেন্দ্র কুমার দেব  কে সনাতন ধর্মীয় বিভিন্ন কার্যক্রমে বিশেষ অবদান রাখায় সন্মাননা ক্রেষ্ট  প্রদান করা হয়। রাতে শুভ অধিবাস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাসুদেব মন্দির উন্নয়ন ও পরিচালনা কমিটির সহ সভাপতি মিন্টু রঞ্জন ধর এর রোগ মুক্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

 

Exit mobile version