Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বাস চুরি করে ভ্রমণে গেল ১২ বছরের বালক!

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: দক্ষিণ-পূর্ব চীনা শহর গুয়াংঝুর রাস্তায় শুক্রবার মানুষ দেখেন ভিন্ন কিছু, আতঙ্কিত হয়ে পড়েন অনেক পথচারী। কারণ রাস্তায় তখন চুরি করা বাসে ভ্রমণে বেরিয়েছিল ১২ বছরের এক বালক!

ঘটনাটি দেখেই আতঙ্কিত মানুষ পুলিশে খবর দেন। পুলিশ ছুটে আসে ঘটনাস্থলে। উপস্থিত লোকজনের সহায়তায় বাসে চালকের আসনে বসে থাকা ওই বালককে উদ্ধার করে। যদিও ততক্ষণে ৪০ মিনিটে প্রায় ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে সেই বালক!

তবে ১০ কিলোমিটার পথ পাড়ি দিতে দুর্ঘটনা পড়েনি বাসনি। কাউকে আঘাতও করেনি।

যে কোম্পানির বাস তারা জানিয়েছে, জিপিএসের সাহায্যে তারা বালকের অবস্থান জানতে পারে। বাসটি জেনেচং শহরের বাস টার্মিনাল থেকে ওই বালক চুরি করে বলে জানায় তারা।

১২ বছরের বালকের বাস চালানো ঘটনা ভিডিও করে এক পথচারী। এতে দেখা যায়, বাসটি খালি এবং বাসের দরজার উপরে কাঁচের অংশ ভাঙা।

ঘটনার পর পুলিশ বালককে আটক করে নিয়ে যায়। তবে বয়সের কারণে তার বিরুদ্ধে কোন অভিযোগ গ্রহণ করা হয়নি।

বাসটি ঠিক কীভাবে চুরি হল কিংবা ওই বালক কীভাবে বাসের ভেতর প্রবেশ করে, তা এখনো জানা যায়নি।

তবে স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, ওই বালকের চুরির অভ্যাসের রেকর্ড রয়েছে। সূত্র: এনডিটিভি

Exit mobile version