Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বাড়ির বাইরে গুলি করে সাংবাদিক হত্যা

জগন্নাথপুর২৪ ডেস্ক ::মেক্সিকোর গোলযোগপূর্ণ ভেরাক্রুজ রাজ্যে নিজ বাড়ির সামনে সাংবাদিক লিওবার্ডো ভ্যাজকুয়েজ আতজিনকে গুলি করে হত্যা করা হয়েছে।

বুধবার এ ঘটনা ঘটনা ঘটেছে বলে সাংবাদিকদের একটি সুরক্ষা কমিটির বরাতে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এ রাজ্যে প্রায় সময়েই মাদক সংক্রান্ত সহিংসতা ঘটে।

সাংবাদিকদের সহায়তা ও রক্ষাকারী সংস্থা স্টেট কমিশন জানায়, লিওবার্ডো ভ্যাজকুয়েজ আতজিন নামে ওই সাংবাদিককে পূর্বাঞ্চলীয় ভেরাক্রুজ রাজ্যে তার বাড়ির বাইরে গুলি করে হত্যা করা হয়েছে।

কমিটির সভাপতি অ্যানা লরা পেরেজ বলেন, ভ্যাজকুয়েজ আতজিনকে প্রাণনাশের হুমকি দেয়ার কোনো খবর তারা পাননি।

কিন্তু আতজিনের সহকর্মীরা জানান, অপরাধীরা প্রায়ই তাকে হুমকি দিত। আতজিন গত বছরের শেষ পর্যন্ত পোজা রিকা শহরে ওপিনিয়ন পত্রিকায় কাজ করতেন।

পেরেজ বলেন, সম্প্রতি তিনি এনলেস ইনর্ফোম্যাটিভো রিজিওনাল নামে একটি সংবাদ সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রশাসকের দায়িত্ব পালন করছিলেন।

গণমাধ্যম পরামর্শকারী সংস্থা আর্টিকুলো ১৯ জানিয়েছে, ২০১৭ সালে মেক্সিকোয় ১২ সাংবাদিককে হত্যা করা হয়েছে। ২০০০ সাল থেকে এ পর্যন্ত শতাধিক সাংবাদিককে হত্যা করা হয়।

এর মধ্য দিয়ে মেক্সিকো বিশ্বে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ হিসেবে পরিচিতি পেল।

দেশটির ভেরাক্রুজ সাংবাদিকদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঙ্গরাজ্য। এখানে ২০ জনের মতো সাংবাদিককে হত্যা করা হয়েছে।

Exit mobile version