Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বিএনপির এক পক্ষ প্রচারনায় আরিফুল ভোটে জুবায়ের

নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী পক্ষে প্রচার-প্রচারণা চালালেও দলটির কর্মী-সমর্থকরা ভোট দেবেন জামায়াতের মেয়র প্রার্থী এহসানুল মাহবুব জুবায়েরকে। একটি নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, মেয়র থাকাকালীন আরিফুল দলের কর্মীদের এড়িয়ে চলতেন। নিজের একদল কর্মীবাহিনী তৈরি করে সিটি করপোরেশনের সমস্ত টেন্ডার, উন্নয়ন কর্মকাণ্ডের ভাগ বাটোয়ারা করতেন তাদের মধ্যে। সিটি করপোরেশনের বিভিন্ন কাজ পছন্দের কয়েকজন ঠিকাদারদের দিতেন আরিফ। বিএনপির নেতা-কর্মীরা বিভিন্ন সময় আরিফুলের কাছে বিভিন্ন উন্নয়ন কাজের ভাগ-টেন্ডার চাইলেও পাননি। দলের নেতা মেয়র থাকাকালীন কোন কাজ না পাওয়ায় নিজেদের বঞ্চিত মনে করেন বিএনপির ওই কর্মীরা। ফলে দীর্ঘদিন ধরে বিএনপির কর্মীরা আরিফুলের প্রতি ক্ষুব্ধ।

সিলেট বিএনপি অনেক ভাবে বিভক্ত। এর প্রমাণ দেখা গেছে বিএনপির প্রার্থী ঘোষণার পর। দল থেকে আরিফুলকে প্রার্থী করা হলেও দলটির মহানগর সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বিদ্রোহী প্রার্থী হিসবে মনোনয়ন জমা দেন। অনেক জল ঘোলা করে সেলিম প্রার্থীতা প্রত্যাহার করলেও সেলিম পক্ষের কর্মীরা আরিফুলকে ভোট দেবেন না বলে জানিয়েছেন।

সিলেট মহানগর জামায়াতের এক নেতা জানিয়েছেন, বিএনপির নেতাকর্মীদের এই দ্বন্দ্বকে কাজে লাগাবেন এহসানুল মাহবুব। তিনি ইতিমধ্যে বিএনপির ক্ষুব্ধ নেতা কর্মীদের সাথে গোপন মিটিং করেছেন। মিটিংয়ে এহসানুল মেয়র নির্বাচিত হলে ওই নেতা কর্মীদের সিটি করপোরেশনের বিভিন্ন টেন্ডার, উন্নয়ন কাজ পাইয়ে দেবেন বলে কথা দেন। এছাড়াও সিটি করপোরেশনের সব ধরণের কাজে একটা নির্দষ্ট পরিমাণ কমিশনও দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। বিনিময়ে নির্বাচনে বিএনপির নেতা কর্মীদের ভোট চান এহসানুল। এহসানুলের প্রস্তাবে রাজি হয়েছেন বিএনপির ঐ নেতা কর্মীরা। তবে তারা সরাসরি এহসানুলের পক্ষে কাজ করতে পারবেন না বলে জানান। ওই নেতা কর্মীরা এহসানুলকে কথা দেন, আরিফুলের পক্ষে প্রচারণা চালালেও ভোটের দিন তারা সবাই এহসানুলকেই ভোট দেবেন।

নির্বাচন যতই ঘনিয়ে আসছে বিএনপির প্রার্থী আরিফুলের পক্ষে ততই কঠিন হয়ে উঠছে পরিস্থিতি। নিজ দলের নেতা-কর্মীরা জামায়াতের প্রার্থীকে ভোট দিলে বিএনপির প্রার্থী আরিফুল নিশ্চিত পরাজয়ের মুখে পড়বেন বলে মনে করছেন নির্বাচন বিশেষজ্ঞরা।

Exit mobile version