Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বিএনপির সপ্তম জাতীয় কাউন্সিলের প্রস্ততি চলছে- ফখরুল ইসলাম আলমগীর

স্টাফ রিপোর্টার ::

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন দলের সপ্তম জাতীয় কাউন্সিলের প্রস্ততি চলছে।

তিনি বলেন, ‘দলের জাতীয় কাউন্সিলের প্রস্তুতি নিচ্ছি আমরা। এরই মধ্যে আমাদের সাংগঠনিক কার্যক্রম,পুনর্গঠনের কার্যক্রম শুরু হয়েছে জেলা ও অঙ্গ-সংগঠনগুলোর।’

শনিবার (২২ জুন) বেলা সাড়ে ১১টায় স্থায়ী কমিটিতে সদ্য পদোন্নতি পাওয়া দুই সদস্য সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর সময় এ কথা বলেন বিএনপি মহাসচিব।

প্রসঙ্গত, ২০১৬ সালের ১৯ মার্চ সর্বশেষ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল হয়। কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয় চলতি বছরের মার্চে।

তিনি আরো বলেন, “খালেদা জিয়াকে অগণতান্ত্রিক ও বেআইনিভাবে আটক করে রাখা হয়েছে। তারও গণতন্ত্রের মুক্তির জন্য আমাদের সংগ্রামকে আরও বেগবান করা হবে । একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচন করতে হবে।”

স্থায়ী কমিটির বাকি তিনটি শূন্য পদ কবে নাগাদ পূরণ হবে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘প্রয়োজনে যথাসময়ে সেগুলো সম্পর্কে ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি জানান, সন্ধ্যা ৬ টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির তিনটি শূন্য পদ কবে নাগাদ পূরণ হবে তা নিয়ে বৈঠক হবে।

Exit mobile version