Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বিএসএফের ‘নির্যাতনে’ বাংলাদেশি যুবকের মৃত্যু

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে রোববার ভোররাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের নির্যাতনে মঞ্জুরুল ইসলাম (২০) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

নিহত মঞ্জুরুল পাটগ্রাম উপজেলার নাটারবাড়ি গ্রামের আসাদুল ইসলামের ছেলে। তিনি গরু ব্যবসায় সম্পৃক্ত ছিলেন।

বিজিবি ও স্থানীয়রা জানায়, ভোরে বুড়িমারী সীমান্তের ৮৩৬ নম্বর আর্ন্তজাতিক সীমানা পিলারের পাশ দিয়ে মঞ্জুরুলসহ কয়েকজন বাংলাদেশি গরু পারাপারকারী অবৈধভাবে ভারতীয় গরু নিয়ে ফিরছিল। এ সময় ভারতের কোচবিহার-৬১ বিএসএফের খড়খড়িয়া ক্যাম্পের টহলদলের সদস্যরা তাদের ধাওয়া করে। অন্যরা পালিয়ে আসতে পারলেও বিএসএফের হাতে আটকা পড়ে মঞ্জুরুল। পরে তাকে বেধরক মারধর ও নির্যাতন করে বিএসএফ সদস্যরা মুমূর্ষু অবস্থায় সীমান্তের এপারে ফেলে রেখে যায়। পরে মঞ্জুরুলের সঙ্গীরা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই মঞ্জুরুলের মৃত্যু হয়। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত ও নির্যাতনে দাগ রয়েছে।

বিজিবির বুড়িমারী ক্যাম্প কমান্ডার ওবাইদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএসএফকে কড়া প্রতিবাদপত্র পাঠিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
সমকাল

Exit mobile version