Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বিএসএফ সীমান্ত থেকে ধরে নিয়ে গেছে দুই বাংলাদেশীকে

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: নওগাঁর পোরশার নিতপুর সীমান্ত থেকে দুই বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

শুক্রবার রাতে ভারতের অভ্যন্তরে ক্যাদারীপাড়া বিএসএফ সদস্যরা তাদের আটক করে নিয়ে যায়।

দুই বাংলাদেশী হলেন- উপজেলার বিষ্ণপুর গ্রামের খোশ মোহাম্মদের ছেলে নাইমুল হক (৪০) এবং ইসলামপুর গ্রামের মৃত মহুবুলের ছেলে জিয়াউর রহমান (২৫)।

জানা গেছে, শুক্রবার রাতে ৭/৮ জন বাংলাদেশী রাখাল ভারতের ক্যাদারীপাড়া সীমন্ত দিয়ে গরু নিয়ে আসার সময় ক্যাদারীপাড়া বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। এতে অন্যরা পালিয়ে আসতে পারলেও নাইমুল হক ও জিয়াউর রহমানকে আটক করে নিয়ে যায় বিএসএফ।

বিজিবি ১৪ সহ-অধিনায়ক মেজর আশরাফুজ্জামান বলেছেন ভিন্ন কথা। তার ভাষ্য, বিএসএফের হাতে আটক ওই দুই বাংলাদেশী ভারতের দাল্লা হাই স্কুল মাঠে মাদক সেবন করছিল। এ অবস্থায় দাল্লা পুলিশ তাদের আটক করে। আটকদের ফিরিয়ে আনতে ভারতের ক্যাদারীপাড়া ক্যাম্পে যোগাযোগ করা হচ্ছে বলে তিনি জানান।

Exit mobile version