Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বিএসএস শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করার দাবীতে রোব-সোমবার সব সরকারি কলেজে কর্মবিরতি

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
বেসরকারি কলেজের শিক্ষকদের বিএসএস শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করা হলে আন্দোলনে নামার হুমকি দিয়ে রোব ও সোমবার দেশের সব সরকারি কলেজে পূর্ণ দিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি।

শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত ‘নো বিসিএস নো ক্যাডার’ শীর্ষক মহাসমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়।

এ সময় বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মহাসচিব শাহেদুল খবির চৌধুরী বলেন, সামনে ডিসেম্বর মাস, তাই ওই মাসে কঠোর কর্মসূচিতে যাচ্ছি না। তবে যদি দাবি মানা না হয় তাহলে পূর্ণ দিবস কর্ম বিরতি পালন করা হবে।

সমাবেশে বক্তারা বলেন, যেসব বেসরকারি কলেজকে সরকার আত্তীকরণ করেছে, তাদের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বিধিমালা করতে হবে। তাদের বিসিএস শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করা যাবে না।

সমাবেশে দেশের বিভিন্ন সরকারি কলেজের ক্যাডারভুক্ত শিক্ষকরা বক্তব্য রাখেন।

তারা শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের প্রক্রিয়াকে স্বাগত জানান। তবে বেসরকারি কলেজের শিক্ষকদের সমস্যার সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুশাসন আমলে নিয়ে তাদের জন্য দ্রুত স্বতন্ত্র বিধিমালা করার দাবি জানান।

Exit mobile version