Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বিকাশের মাধ্যমে প্রতারনা আটক-৩

জগন্নাথপুর টুযেন্টিফোর ডটকম ডেস্ক :: বিকাশের মাধ্যমে প্রতারণার কাজে জড়িত চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। মঙ্গলবার রাতে পঞ্চগড় জেলায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আটকরা হলেন- মো. সাইফুল ইসলাম, মো. আশরাফুল আলম ও মো. শরিফুল ইসলাম।

আজ বুধবার ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট প্রধান মো. মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পঞ্চগড় থেকে প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, প্রতারক চক্রের সদস্যরা কোন এলাকায় কেউ মারা গেছেন কি না-সে বিষয়ে খোঁজ নেয়। তারপর ভুয়া পরিচয়ে মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলে। এরপর মৃত ব্যক্তি তার কাছ থেকে টাকা ঋণ নিয়েছেন বলে পরিবারকে অবহিত করে। ওই ঋণের টাকা বিকাশের মাধ্যমে পরিশোধ করতে বলে। টাকা হাতে পেলেই মোবাইল ফোন বন্ধ করে লাপাত্তা হয়ে যায় প্রতারক চক্রের সদস্যরা। আবার সহজ-সরল অপরিচিত ব্যক্তির সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলে। এরপর প্রতারকরা নিজেদের বাবা বা মা মারা গেছে বলে ওই ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে লাপাত্তা হয়ে যেতো।

Exit mobile version