Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বিক্রি নিষিদ্ধ বিপুল পরিমান বইসহ শিক্ষা অফিসের কর্মচারী আটক

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক মো. রইছ উদ্দিনের নেতৃত্বে শহরের মোল্যাবাড়ি সড়কের বিহারী কলোনীর ভান্ডারি পেপার হাউজে অভিযান চালানো হয়।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চালানো ওই অভিযানে ফরিদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মচারীসহ তিন জনকে আটক করে র‌্যাব।

এসময় সেখান থেকে মাধ্যমিক শ্রেণির প্রায় ৫০ হাজার সরকারি বিক্রি নিষিদ্ধ পাঠ্যপুস্তক উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, আটককৃতরা হলেন- ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার মো. শেখ রমজান আলীর ছেলে মো. আরমান শেখ (৩১), দক্ষিণ আলীপুর এলাকার মৃত আহম্মদ আলীর ছেলে মো. একেন খাঁ (৫২) ও বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের মৃত আ. মজিদের ছেলে মো. শাহিন হাওলাদার (৪৫)।

এদের মধ্যে আরমান শেখ ও একেন খাঁকে ফরিদপুরের সহকারী কমিশনার ম্যজিষ্টেট সজল কুমার শীলের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে তাদের
উভয়কে বাংলাদেশ দন্ডবিধির ১৮৮ ধারা মোতাবেক ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়া আটক মো. শাহিন হাওলাদার ফরিদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মচারী হওয়ায় তার বিরুদ্ধে নিয়মিত মামলার ব্যাপারে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করা হয়।

Exit mobile version