Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বিচারপতি পরিচয় দিয়ে রিকশাচালক গ্রেফতার

জগন্নাথপুর২৪ ডেস্ক::

নওগাঁয় বিচারপতি পরিচয়দানকারী আনোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।

আটককৃত ব্যক্তি দিনাজপুর জেলার খানসামা উপজেলাধীন টাংগুয়া ধনেশপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।

শুক্রবার দুপুর আড়াইটায় জেলা ডিবি অফিসে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ইকবাল হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

এসময় তিনি বলেন, আনোয়ার হোসেন একজন রিকশাচালক। তিনি নিজেকে হাইকোর্টের বিচারপতি শওকত হোসেন পরিচয় দেন। এরপর জেলার পোরশা উপজেলার জিআর মামলা নম্বর ১১০/১৭ এর এজাহারভুক্ত আসামি তৌফিক রহমান শাহকে মুক্ত করে দেয়ার জন্য নওগাঁর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরী এবং অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমকে মোবাইল ফোনে চাপ দেন। দীর্ঘ পাঁচ মাস থেকে আনোয়ার হোসেন এই চাপ অব্যাহত রাখেন।

এ নিয়ে বিজ্ঞ বিচারকদের মধ্যে সংশয় সৃষ্টি হলে বিষয়টি নওগাঁর পুলিশ সুপারকে অবহিত করেন। এ ব্যাপারে পুলিশ অনুসন্ধান শুরু করে।

পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশের এসআই মিজানুর রহমান মোবাইল ট্র্যাকিং করে জানতে পারেন ওই মোবাইল নম্বরটি দিনাজপুর জেলার খানসামা উপজেলার টাংগুয়া ধনেশপাড়া গ্রামের উক্ত আনোয়ার হোসেনের।

তিনি কোনো বিচারপতি নন। বিচারপতির ভুয়া পরিচয় নিশ্চিত হয়ে নওগাঁর ডিবি পুলিশ অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে বৃহস্পতিবার রাতে তার বাড়ি থেকে গ্রেফতার করে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল আক্তার, ডিবি ওসি কেএম সামছুদ্দিনসহ পুলিশের অন্যান্য অফিসার উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তৌফিক রহমান শাহ গত ২০১৭ সালের ৭ অক্টোবর নওগাঁ জেলার পোরশা উপজেলায় সংঘটিত আতিবর রহমান হত্যাকাণ্ডের চার্জশিটভুক্ত আসামি।

সৌজন‌্যে যুগান্তর

Exit mobile version