Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বিদেশমুখীতার কারণে সিলেট শিক্ষায় পিছিয়ে : অর্থমন্ত্রী

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, বিদেশমুখীতার কারণে সিলেট অঞ্চল শিক্ষা-দীক্ষায় পিছিয়ে পড়েছে। একসময় সারাদেশে শিক্ষাক্ষেত্রে সিলেটের যে সুনাম ও ঐতিহ্য ছিল, আজ তা হারিয়ে যেতে বসেছে।

মঙ্গলবার দুপুরে সিলেট নগরীর মিরাবাজারে কিশোরী মোহন (বালক) সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অর্থমন্ত্রীর মায়ের নামে স্থাপিত ‘সৈয়দা শাহারবানু চৌধুরী’ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, এ স্কুলের যাত্রাপথ কখনো মসৃন ছিল না। টাকা পয়সার অভাবে বারবার এর কার্যক্রম বন্ধ হয়েছে। বছরের পর বছর শিক্ষকরা বেতন পাননি। টাকা পয়সা ছাড়াও তারা বাচ্চাদের লেখাপড়া করিয়েছেন। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করা হলে এ স্কুলটি দুর্দশামুক্ত হয়।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে অর্থমন্ত্রী বলেন, লেখাপড়া ছাড়া প্রকৃত মানুষ হওয়া যায় না, আকাশও ছোঁয়া যায় না। তাই তোমাদের মনোযোগ সহকারে লেখাপড়া করতে হবে। শিক্ষাক্ষেত্রে সিলেটের হারানো গৌরব ও ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রুবি ফাতেমা ইসলামের সভাপতিত্বে এবং শিক্ষক রিনি চক্রবর্তী ও শ্রাবন ধর চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রীর বড়বোন ও জাতীয় অধ্যাপক ডাঃ শাহলা খাতুন, সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. একেএম আব্দুল মোমেন, প্রাথমিক ও গণ শিক্ষা অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক তাহমিনা বেগম, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী এএসএম মহসীন, নর্থইস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. আব্দুল হাই শিবলী প্রমুখ।

Exit mobile version