Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বিদ্যালয়ের গেইট ভাংচুর নিয়ে জগন্নাথপুরের সনুয়াখাই গ্রামে সংঘর্ষে আহত ১০

সুহেল হাসান কলকলিয়া থেকে :: জগন্নাথপুরে স্কুলের গেইট ভাঙ্গন কে কেন্দ্র করে বৃহস্পতিবার দুই পক্ষের লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে ৩জন কে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছ। অপর আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, উপজেলার কলকলিয়া ইউনিয়নের সনুয়াখাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গেইট প্রায় এক বছর আগে গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী সাবেক ছাত্রলীগ নেতা জুয়েল মিয়া নির্মাণ করে দেন। এ নিয়ে গ্রামবাসীর মধ্যে বিরোধ দেখা দেয়। যার জের ধরে সনুয়াখাই (হায়দরপুর) গ্রামের কছিম উল্লাহ এর নের্তৃত্বে একদল গ্রামবাসী বৃহস্পতিবার দুুপুরে বিদ্যালয়ের গেইট ভাঙ্গতে গেলে একই গ্রামের আবুল হোসেন আকাশের লোকজন এতে বাধা দিলে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হন। আহতদের মধ্যে আব্দুল হান্নান(৪৫),আনফর আলী(৫৫), কাছিম উল্যাহ(৫৫)কে গুরুতর আহতবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপরাপর আহতদের মধ্যে আবুল হাসান(৩৫), আব্দুল মুবিন(৩৬),মমতা বেগত(৩০), মনির মিয়া(৩৩), জয়নুল হোসেন(১৮)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুরসালিম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে সংঘর্ষের খবর পাননি বলে জানান।

Exit mobile version