Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বিশ্বজুড়ে সাইবার হামলা

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: বিশ্বজুড়ে বড় ধরণের সাইবার হামলার ঘটনা ঘটেছে। এ যাবত কালের সবথেকে বড় এই র‌্যানসমওয়্যার হামলায় রাশিয়ার বৃহত্তম তেল প্রতিষ্ঠানের সার্ভার আক্রান্ত হয়েছে। কর্মকাণ্ড ব্যাহত হয়েছে ইউক্রেনের একাধিক ব্যাংকে। এছাড়া বিশ্বের বিভিন্ন স্থানে বহুজাতিক শিপিং ও বিজ্ঞাপন প্রতিষ্ঠানের কম্পিউটার আক্রান্ত হয়েছে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, হামলার নেপথ্যের হ্যাকাররা মে মাসে হওয়া ওয়ানাক্রাই র‌্যানসমওয়্যার হামলায় ব্যবহৃত একই ধরণের হ্যাকিং প্রযুক্তি ব্যবহার করেছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, মঙ্গলবার সর্বপ্রথম র‌্যানসমওয়্যার হামলার খবর আসে রাশিয়া ও ইউক্রেন থেকে। এরপর দ্রুতই তা ছড়িয়ে পড়ে রোমানিয়া, নেদারল্যান্ডস, নরওয়ে ও বৃটেনে। কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্বজুড়ে তা ছড়িয়ে পড়ে।
হেলসিংকি ভিত্তিক সাইবার নিরাপত্তা ফার্ম এফ-সিকিওর এর শীর্ষ গবেষণা কর্মকর্তা মিকো হাইপোনেন বলেন, ‘এটা ফের ওয়ানাক্রাই হামলার মতো ঘটনা।’

Exit mobile version