Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বিশ্বনাথে দিন-দুপুরে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই

জগন্নাথপুর২৪ ডেস্ক:: জগন্নাথপুরের পাশ্ববর্তী বিশ্বনাথ উপজেলায় দিন-দুপুরে অস্ত্রের ভয় দেখিয়ে এক দম্পত্তির প্রায় সাড়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বুধবার দুপুরে উপজেলার কাদিপুর দশদল (বিশ্বনাথ-রামপাশা সড়কের) নামক স্থানে ওই ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।
ছিনতাইয়ের শিকার হওয়া জামরান আহমদ (৩৭) ছাতক উপজেলার ভুরাইয়া সিছরাওয়ালি গ্রামের মৃত আব্দুল মতিনের পুত্র।
জানা গেছে, জামরান বুধবার দুপুরে স্ব-পরিবারে বিশ্বনাথ উপজেলা সদরস্থ ডাচ-বাংলা ব্যাংক থেকে ৩ লাখ ৪৬ হাজার টাকা উত্তোলন করেন। ব্যাংক থেকে উত্তোলনের পর টাকাগুলো তার সাথে থাকা তার স্ত্রীর ব্যানেটি ব্যাগের ভেতরে রেখে সিএনজি চালিত অটোরিক্সা যোগে নিজ বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। বিশ্বনাথ-রামপাশা সড়কের কাদিপুর দশদল নামক স্থানে অটোরিক্সাটি পৌঁছামাত্র ৩টি মোটর সাইকেলে ৯ জন ছিনতাইকারী তাদের (জামরান) পথরোধ করে অস্ত্র দেখিয়ে জামরানের স্ত্রীর হাতে থাকা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। ওই ব্যাগে নগদ আরও ২ হাজার টাকা, ২ ভরি স্বর্ণালংকার ও ২টি নকিয়া মোবাইল সেট ছিলো বলে ক্ষাতিগ্রস্থরা জানান।
বিশ্বনাথ থানা ওসি সামছুদ্দুহা পিপিএম জানান, এ ঘটনার খবর আমরা পেয়েছে। পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। ছিনতাইকারীদের আটক করতে কাজ চালছে।

Exit mobile version