Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বিশ্বম্ভরপুরে সেতু ধস, যাতায়াত দুর্ভোগে ৫ লাখ মানুষ

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জ-বিশ^ম্ভরপুর ও তাহিরপুর সড়কের পলাশ বাজার পার্শ্ববর্তী পুলেরঘাট এলাকায় বেইলী ব্রীজ ভাঙায় যোগাযোগ বিপর্যয়ে পড়েছেন কমপক্ষে ৫ লাখ মানুষ। সীমান্তবর্তী এই উপজেলাগুলোর মানুষকে এখন ভেঙে ভেঙে (যানবাহন পরিবর্তন করে) গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। ওই এলাকার উন্নয়ন কাজের ঠিকাদারসহ ব্যবসায়ীরা মালামাল পৌঁছাতে বিপাকে পড়েছেন।
বৃহস্পতিবার তাহিরপুরে নির্মিতব্য একটি সেতুর কাজের লোহার মালামাল নিয়ে ঢাকা থেকে আসার সময় মালামাল বোঝাই ট্রাক বেইলী ব্রীজ ভেঙে খাদে পড়ে যায়। এসময় ২ জন নিহত এবং ৫ জন আহত হয়। সুনামগঞ্জ -বিশ্বম্ভরপুর- তাহিরপুর সড়কের রণবিদ্যার খালের উপরের পুরোনো এই বেইলী ব্রীজ ধ্বসে যাওয়ার পর থেকে এই সড়কে সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনায় এই দুই উপজেলার প্রায় ৫ লাখ মানুষ যাতায়াত ভোগান্তিতে পড়েছেন। একই সঙ্গে মেঘালয়ের পাদদেশের বিখ্যাত জলাভূমি রামসার সাইট টাঙ্গুয়া, তাহিরপুর সীমান্তের নীলাদ্রী লেক, পাহাড়ী নদী যাদুকাটা ও এই উপজেলার সীমান্তের শিমুল বাগান দেখতে আসা পর্যটকের উপস্থিতি কমেছে। যারা আসছেন, তারা পড়ছেন যাতায়াত ভোগান্তিতে।
সিলেটের জল্লারপাড় এলাকার ঝুমা সেনাপতি স্বপরিবারে এসেছিলেন তাহিরপুর সীমান্তের শিমুলবাগান এলাকায় বেড়াতে। যানবাহন নিয়ে সরাসরি যেতে না পারায়, ওখানে যাওয়া হয়নি তাঁদের।
যাদুকাটা নদীর উপর সেতু নির্মাণের কাজের শ্রমিক মিলন মিয়া বললেন,‘মালামাল পৌঁছাতে সমস্যা হওয়ায় আমরা ওখানে কাজ করতে পারছি না।’
বিশ্বম্ভরপুর বাজারের দোকানী লিপন বর্মণ বলেন,‘একদিন যান চলাচল বন্ধ থাকায় বাজারে অনেক মালামাল পাওয়া যাচ্ছে। কয়েকদিন এভাবে থাকলে নিত্যপণ্যের দাম বেড়ে যাবে।’
সেতুটি দ্রুত মেরামতের দাবি জানিয়ে স্থানীয় পলাশ ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম বললেন,‘জেলা শহরসহ সারা দেশের একমাত্র এই যোগাযোগ সড়ক দিয়ে এভাবে যান চলাচল বন্ধ থাকলে কেবল মালামাল নয়। অসুস্থ রোগী চিকিৎসার জন্য নিয়ে যেতেও সমস্যায় পড়বে মানুষ।’ পথচারীদের নিরাপত্তার জন্য সেতুর পাশে পুলিশ মোতায়েন রয়েছে বলে জানালেন বিশ্বম্ভরপুর থানার এসআই মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী বললেন,‘সেতুর মেরামত দ্রুত সম্পন্ন করা প্রয়োজন।’
সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী অমিয় চক্রবর্তী বললেন,‘সড়ক ও জনপথ বিভাগ এই বেইলী ব্রীজ মেরামতের উদ্যোগ নিয়েছে। আপাতত ছোট যানবাহন চলাচলের জন্য একটি বিকল্প সড়ক করে দেওয়া হবে এবং ৭-৮ দিনের মধ্যেই বেইলী সেতুর কাজ শেষ করা হবে।’

Exit mobile version