Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বিশ্বের শীর্ষ নেতাদের তালিকায় দশম স্থানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

স্টাফ রিপোর্টার::বিশ্বের শীর্ষ নেতাদের তালিকায় দশম স্থানে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পিতবার বিশ্বের ৫০ জন শীর্ষ নেতার তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ফরচুন ম্যাগাজিন।

টাইম গ্রুপের বাণিজ্যবিষয়ক এ সাময়িকীটির এ জরিপে স্থান পেয়েছে রাজনীতি, ব্যবসা, সংস্কৃতিক অঙ্গনের শীর্ষ ৫০ জনের নাম।

এই তালিকায় দশম স্থানে রয়েছে শেখ হাসিনার নাম। প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের নেত্রী অং সান সু চি রয়েছেন তৃতীয় স্থানে।

নারীদের মধ্যে সবার শীর্ষে রয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল। শীর্ষ স্থানে থাকা অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ বেজোসের পরই রয়েছেন তিনি।

এছাড়া নবম স্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নারী বিচারপতি রুথ ব্যাডার গিনসবার্গ।

তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস।

তারপরের স্থানগুলোতে রয়েছেন যথাক্রমে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক, গায়ক জন লেজেন্ড, জাতিসংঘের জলবায়ু বিষয়ক কর্মকর্তা ক্রিস্টিয়ানা ফিগেরেস।

Exit mobile version