Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে মরক্কো যাচ্ছেন মন্ত্রী এম এ মান্নান

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক::
বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে মরক্কোর উদ্দেশ্যে আজ মঙ্গলবার যাত্রা করবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জের দুই বারের নির্বাচিত সংসদ সদস্য এম এ মান্নান। মঙ্গলবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ১টা ৩০ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্লেনটি মরক্কোর উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর একান্ত সচিব আবুল হাসনাত জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম এ পাঠোনো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। মরক্কো অবস্থানকালে তিনি হোটেল রাজধানী মারাকাশের হোটেল র‌্যাডিসনে অবস্থান করবেন। ১৬ নভেম্বর অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান ২য় জলবায়ু অর্থনীতি সম্মেলন (কপ ২২) সম্মেলনে মন্ত্রীদের উচ্চ পর্যায়ের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ।
উল্লেখ্য, এরই মধ্যে আগামী ১৫ ও ১৬ নভেম্বর উচ্চ পর্যায়ের সম্মেলনে যোগ দিতে মরক্কো পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মরক্কোর রাজা মোহাম্মদ-এর বিশেষ আমন্ত্রণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের ২৫ সদস্যের প্রতিনিধি দল সম্মেলনে যোগ দিচ্ছে।

Exit mobile version