Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বিশ্ব সুফী সম্মেলন শেষে উজবেকিস্তান থেকে দেশে ফিরলেন জগন্নাথপুরের আব্দুল মুক্তাদিন খান

জগন্নাথপুরের কৃতি সন্তান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তজার্তিক খ্যাতি সম্পন্ন বক্তা বহুদেশ ভ্রমন কারী মিয়ার বাজার আলিম মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুল মুক্তাদির খান শুক্রবার দেশে ফিরেছেন।

গত ৩১শে অক্টোবর বৃহস্পতিবার উজবেকিস্তানে বোখারা শহরে বিশ্ব সুফী সন্মেলনে যোগদান তিনি করেন। সেখানে সপ্তাহব্যাপি কর্ম সূচির অংশ হিসাবে বিভিন্ন সভা সেমিনারে অংশ গ্রহণ করেন।

তিনি গত ২৩ অক্টোবর বুধবার একটি প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশ থেকে উজবেকিস্তানের উদ্দেশ্যে যাত্রা করে প্রথমে ভারতের হযরত শাহ ইয়াকুব বদরপুরী (রহ.), হযরত নিজাম উদ্দিন আউলিয়া (রহ.), হযরত আব্দুল হক মোজাদ্দেদে হলবী (রহ.), হযরত শাহ ওয়ালী উল্লাহ মোজাদ্দেদে দেহলবী (রহ.), খাজা মঈন উদ্দিন চিশতী আজমিরি (রহ.), হযরত আহমেদ শেরহিন্দ মোজাদ্দেদ আলফে সানী (রহ.), হযরত শেরহিন্দ মোজাদ্দেদে কাজী চানা উল্লাহ পানিপতি (রহ.) ও উজবেকিস্তানে হযরত ইমাম বুখারী (রহ.), ইমাম তিরমিযি (রহ.), হযরত আবু হাফস কবির (রহ.), হযরত বাহা উদ্দিন নকশবন্দি (রহ.),  হযরত হাকিম তিরমিযি (রহ.) ও রাসুল (সাঃ) এর সাহাবী এবং আপন চাচাত্ব ভাই হযরত কুছাম ইবনে আব্বাস (রাঃ)সহ প্রায় ৮০জন ওলী আউলিয়াদের কবর জিয়ারত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তি

Exit mobile version