Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বিয়ানীবাজারে ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা: প্ররোচনার দায়ে গ্রেপ্তার সেলিম রিমাণ্ডে

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সিলেটের বিয়ানীবাজারে ব্যাংক কর্মকর্তার সজলকান্তি দাসের আত্মহত্যার প্ররোচনা প্রদানের অভিযোগে গ্রেফতার হওয়া আলী আহমদ সেলিমের তিনদিনের রিমাণ্ড মঞ্জুর করেছে আদালত।

রোববার দুপুরে সিলেট মহানগর ৩য় হাকিম আদালতের বিচারক হরিপদ কুমার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী।

গ্রেফতার হওয়া আরেক আসামী সেলিমের স্ত্রী, একই ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার কামরুন্নাহার স্বপ্নাকে পুলিশ রিমাণ্ডে চাইলে আদালত তা মঞ্জুর করেননি।

প্রসঙ্গত, নগরীর বাগবাড়ি এলাকার মৃত যোগেন্দ্র চন্দ্র দাসের পুত্র যমুনা ব্যাংকের বিয়ানীবাজার শাখার ব্যবস্থাপক সজল কান্তি দাস গত ৩১ জুলাই নিজ ফ্ল্যাটে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পুলিশ নিহতের বাসা থেকে চার পাতার একটি চিরকুট উদ্ধার করেছে। পুলিশের দাবি, ‘ঋণ আদায়ের চাপে’ আত্মহত্যা করেন সজল।

এঘটনায় নিহতের ভাই সুজিত দাস বাদী হয়ে বিয়ানীবাজার থানার মামলা করেন। মামলার পর বিয়ানীবাজার থানা পুলিশ ব্যবসায়ী আলী আহমেদ সেলিম ও তাঁর স্ত্রী যমুনা ব্যাংক বন্দরবাজার শাখার এক্সিকিউটিভ অফিসার কামরুন্নাহার স্বপ্না দম্পতিকে গ্রেফতার করে।

Exit mobile version