Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বৃটেনের আগামী নির্বাচনে কনজারভেটিব দলের প্রার্থী মনোনীত হয়েছেন মিনা রহমান

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
বৃটেনের আগামী পার্লামেন্ট নির্বাচনে মিনা রহমানকে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রার্থী হিসেবে সিলেক্ট করা হয়েছে। গেল ২৭ জুলাই কনজারভেটিভ দলের সদর দপ্তর থেকে এক পত্রে মিনা রহমানকে জানানো হয় ওয়েষ্ট মিনিস্টার প্রার্থী তালিকায় তার নাম চূড়ান্ত করা হয়েছে এবং তাকে এখন থেকে নির্বাচনের জন্যে প্রস্তুতি নিতে বলা হয়।
মিনা রহমান ২০১৫ সালে ক্ষমতাসীন কনজারভেটিব দলের একমাত্র বাঙালি প্রার্থী হিসেবে বার্কিং এন্ড ডাগেনহ্যাম আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। রাজনীতি এবং সমাজসেবায় বৃটেনের বহুজাতিক সমাজে তার অবদান রয়েছে, রয়েছে সকল মহলে গ্রহণ যোগ্যতা। ইষ্ট লন্ডনে বেড়ে উঠা মিনা রহমান বিগত ৩১ বছর যাবৎ এনএইচএস এবং হাউজিং ডিমার্টমেন্টে কর্মরত থেকে কমিউনিটির সেবা করে যাচ্ছেন। এছাড়া বাংলাদেশ উইম্যান নেটওয়ার্কের প্রেসিডেন্ট হিসেবে তিনি নারীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। দলের পক্ষ থেকে তাঁকে নির্বাচনের জন্যে প্রস্তুতি নিতে বলায় এবং প্রার্থী হিসেবে মিনা রহমানের নাম চূড়ান্ত করায় তার নির্বাচনী এলাকার জনগণ দলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

Exit mobile version