Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বৃটেনের বাকিংহাম রাজপ্রাসাদের বাইরে থেকে ছুরিসহ যুবক গ্রেফতার

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
রাজপ্রাসাদ বাকিংহাম প্যালেসের বাইরে থেকে বড় একটি ছুরি সহ এক যুবককে গ্রেফতার করেছে বৃটিশ পুলিশ। এ সময় দু’জন পুলিশ কর্মকর্তা সামান্য আহত হয়েছেন। তাদেরকে নেয়া হয়েছে হাসপাতালে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, এ ঘটনায় সন্দেহজনকভাবে এক যুবককে রানি দ্বিতীয় এলিজাবেথের লন্ডনের বাসভবনের কাছ থেকে গ্রেপ্তার করেছে। ওই ঘটনার সময় রাজপ্রাসাদের রাজপরিবারের কোনো সদস্য ছিলেন না। এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র। নিরাপত্তার জন্য পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। এর মধ্যে রয়েছে দ্য মল-ও। এই দ্য মল দিয়ে রাজপ্রাসাদে প্রবেশ করতে হয়। স্কাই নিউজের ফুটেজে দেখানো হয়েছে, রাজপ্রাসাদের বাইরের রাস্তায় লাইন ধরে দাঁড়িয়ে আছে জরুরি বিভাগের গাড়ি। পুলিশ বিবৃতিতে বলেছে, শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে আটটার দিকে বাকিংহাম প্যালেসের বাইরে একজন যুবককে থামায় কর্মকর্তারা। এ সময় তার কাছে ছিল একটি ছুরি। তাকে আটক করতে গিয়ে পুলিশের দু’জন সদস্য সামান্য আহত হয়েছেন। ওদিকে গ্রেপ্তার করা যুবক সামান্য আহত হওয়ায় তাকে চিকিৎসা দিতে নিয়ে যাওয়া হয়েছে লন্ডনের একটি হাসপাতালে। তবে এর বাইরে কেউ হতাহত হন নি। পুলিশ বলেছে, সুস্থ হওয়ার পর গোয়েন্দারা ওই যুবককে জিজ্ঞাসাবাদ করবে। তবে এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করা সম্ভব নয়। ওদিকে এ বছর বৃটেনে চারটি সন্ত্রাসী হামলা হয়েছে। তাতে নিহত হয়েছেন ৩৬ জন। সন্ত্রাসী হামলার সতর্কতা রয়েছে ‘সেভার’ পর্যায়ে। অর্থাৎ বৃটেন হামলার উচ্চ ঝুঁকিতে রয়েছে।

Exit mobile version