Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বৃটেনে ফের গনভোট হবে-টনি ব্লেয়ার

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: বৃটেনে অবশ্যই দ্বিতীয় গণভোট হবে। কোনো কিছুই তা রোধ করতে পারবে না। ইউরোপীয় ইউনিয়ন থেকে বৃটেনের বেরিয়ে আসা গণভোট ব্রেক্সিট ও তার পরবর্তী কর্মকাণ্ডের পর এমন কথা বলেছেন সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। তিনি সতর্ক করে বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসা হবে অত্যন্ত কঠিন। কারণ, ইউরোপীয় ইউনিয়নের নেতারা কোনোকিছুতেই ছাড় দেয়ার মনোভাব দেখাচ্ছেন না। তবে টনি ব্লেয়ারের বক্তব্যের জবাব দিয়েছে প্রধানমন্ত্রী তেরেসা মে’র বাসভবন ১০ ডাউনিং স্ট্রিট। টনি ব্লেয়ারের দ্বিতীয় গণভোটের আহ্বান প্রত্যাখ্যান করেছে ডাউনিং স্ট্রিট। তারা বলেছে, সাবেক প্রধানমন্ত্রী শুধু নিজের সঙ্গেই সঙ্গেই এসব কথা বলেছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি ও লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। এতে বলা হয়েছে, দ্য নিউ ইউরোপিয়ান নামের একটি পত্রিকায় টনি ব্লেয়ার ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষকে লক্ষ্য করে প্রবন্ধ লিখেছেন। ব্রেক্সিটের বিরুদ্ধে যারা সেইসব ‘রিমেইন’ শিবিরের সমর্থকদের গতি বাড়তে ও সংগঠতি হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তিনি লিখেছেন, ‘উই আর দ্য ইনসার্জেন্টস নাউ’। অর্থাৎ এখন আমরা বিদ্রোহী। বিবিসি রেডিওকে তিনি বলেছেন, এক্ষেত্রে সব সুযোগ আমাদের বন্ধ করে দেয়ার কোনোই কারণ নেই। প্রয়োজন হলে আমাদের মন পরিবর্তন করতে হবে। এর অর্থ এই নয় যে, জনগণের পূর্ণাঙ্গ রায়ের বিরুদ্ধে যাওয়া। যদি দেখা যায় ব্রেক্সিট আমাদের পক্ষে যাচ্ছে না, মানুষ যেটা চেয়েছিল তার পক্ষে যাচ্ছে না, তখন অন্য কোনো পন্থায় যেতে হবে। হয়তো পার্লামেন্ট না হয় নির্বাচনÑ সম্ভব হলে আরেকটি গণভোট। ১৯৯৭ থেকে ২০০৭ সাল পর্যন্ত বৃটেনের প্রধানমন্ত্রী ছিলেন টনি ব্লেয়ার। তিনি ব্রেক্সিটকে একটি বিপর্যয় বলে আখ্যায়িত করেন। তিনি সম্প্রতি ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে তিনি বুঝতে পেরেছেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার আসন্ন সমঝোতা প্রক্রিয়া কি কঠিন হবে। তবে তার এমন সব কথাবার্তার বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন তেরেসা মে’র মুখপাত্র। তিনি বলেছেন, এ বিষয়ে একদম পরিষ্কার প্রধানমন্ত্রী। তাহলো বৃটিশ নাগরিকরা তাদের মতামত জানিয়ে দিয়েছে। তা আমরা শুনছি। আমরা ইউরোপীয় ইউনিয়ন ছাড়তে চলেছি। এ বিষয়টি প্রধানমন্ত্রী ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠকেও পরিষ্কার করে বলেছেন। তিনি বলেছেন, দ্বিতীয় গণভোট হবে না।

Exit mobile version