Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বৃষ্টির কারণে বাংলাদেশ ভারত ক্রিকেটযুদ্ধ বিঘ্নিত

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের ফাইনালে আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে বাংলাদেশ বনাম ভারতের ক্রিকেটযুদ্ধ। কিন্তু ম্যাচটি নিয়ে কিছুটা শঙ্কা দেখা দিয়েছে।
মিরপুরে ঝড়ো বাতাসের সঙ্গে ভারী বৃষ্টি শুরু হয়েছে, বিদ্যুৎ চমকে উঠছে। প্রথমে পুরো স্টেডিয়াম বিদ্যুৎবিহীন অবস্থায় থাকলেও পরবর্তীতে বিদ্যুৎ চলে আসে, জ্বলে ওঠে ফ্লাডলাইট। দুপুরের পর থেকে মিরপুরের আকাশে মেঘ দেখা গেলেও তা ধীরে ধীরে কেটে যায়। তবে বিকেল পৌনে ৬টার দিকে মিরপুর এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি নামে। বৃষ্টি নামতেই পিচ ইতোমধ্যে কাভার দিয়ে ঢেকে দিয়েছে স্টেডিয়াম কর্তৃপক্ষ। ক্রিকেটপ্রেমীরা ফাইনাল ম্যাচটি বিনা বাধায় উপভোগ করতে চাইলেও আবহাওয়া প্রতিবেদনেও দেখা যাচ্ছে ভিন্ন খবর। আবহাওয়া অধিদফতর থেকে বলা হয়েছে, ঢাকা বিভাগসহ বিভিন্ন স্থানে হতে পারে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি! শেষ খবর- সাড়ে আটটার মধ্যে মাঠ খেলা উপযোগি করতে পারলে পুরো ২০ ওভারের ম্যাচই হবে। রাত সাড়ে দশটার মধ্যে খেলা শুরু হলে কমপক্ষে ৫ ওভারের ম্যাচ হতে পারে।

Exit mobile version