Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বেঈমান লেখক:ফারিহা হোসেন তৃনা

পৃথিবীটা যেন খেলার মাঠ আজ

নিজ কোনো দল নেই।

আজ একে অপরের প্রতিযোগী সবাই।

উদ্দেশ্য একটাই,
কারে মেরে কে খাই।
স্বজনের তালিকাও ছোট হচ্ছে দিন দিন।
পৃথিবীও নিয়ম পাল্টেছে আজ যেনো,
বিশ্বাস করাটা ভুল আর বেঈমানিটা ধর্ম।
শিক্ষিতের সংখ্যা বাড়ছে তবু,
শিক্ষা আজ অপূর্ণ।
মুর্খ তাদের বলে, শিক্ষিত হয়েও যার শিক্ষা না ফলে।
ভেজাল কেউ পাকায়,
কেউ জড়ায় তার জালে।
বিজয়ের কুয়াশায় পাখনা তাদের মেলে।
কেউ বা আবার রাত জাগে চোখের দু’ ফোটা জলে।
রক্ত ঝরিয়ে আগলে রাখা মানুষগুলো থেকে
ছিন্ন হওয়ার ব্যাথা, বুকে চেপে রাখা অনেক ভার।
আজ সুযোগ নেই সেই কষ্ট প্রকাশ করার।
তাদের কি ছিল না ভয় স্বজন হারাবার?

Exit mobile version