Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বেল্ট এন্ড রোড ফোরাম’ সম্মেলনে যোগ দিতে চীন যাচ্ছেন এমএ মান্নান

স্টাফ রিপোর্টার
শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান সরকারী সফরে চীনের রাজধানী বেইজিং এবং থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাচ্ছেন। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর একান্ত ব্যক্তিগত সহকারী নিয়াজ হোসাইন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শুক্রবার এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান শনিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা করবেন। ১৩ থেকে ১৭ মে তিনি বেইজিংয়ে ‘বেল্ট এন্ড রোড ফোরাম ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (বিআরএফ) সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তাঁরা। সম্মেলনের অন্যতম উদ্দেশ্য হলো
সহযোগিতার ক্ষেত্র বাড়াতে আলোচনা ও সহযোগিতার প্লাটফর্ম বাড়ানো।
এদিকে সম্মেলন শেষে ১৬ মে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান থাইল্যান্ডের উদ্দেশ্যে চীন ত্যাগ করবেন। ১৬ থেকে ১৯ মে তিনি থাইল্যান্ডের রাজধানী র‌্যাংককে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের ৭৩ তম সম্মেলনে যোগ দিবেন। সম্মেলন শেষে আগামী ২০ মে তিনি দেশে ফিরবেন।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি বলেন,‘সুনামগঞ্জের মানুষ দুর্দশাগ্রস্ত, মানুষ কষ্টের মধ্যে আছেন, এই সময়ে মানুষের পাশেই থাকা জরুরি ছিল আমার। কিন্তু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে দেশের বাইরে যেতে হচ্ছে। আমি আল্লাহ্-তালা’র কাছে সকলের জন্য দোয়া করছি, সকলে যেন ভাল থাকেন। ফিরে এসে ২৫ মে মাননীয় অর্থমন্ত্রীসহ ক্ষতিগ্রস্ত কৃষকদের দেখতে হাওরাঞ্চলে আসবো।’

Exit mobile version