Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বেসরকারি মেডিকেলের শিক্ষার মানে নজর দিতে প্রধানমন্ত্রীর আহ্বান

জগন্নাথপুর২৪ ডেস্ক:: চিকিৎসকদের দুই বছর ইন্টার্নশিপের ব্যবস্থা করতে হবে। একবছর থাকতে হবে উপজেলা পর্যায়ের হাসপাতালে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিদর্শনকলে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রাইভেট সেক্টর এগিয়ে আসছে। তাই সেখানে তারা যে মেডিকেল কলেজ করছে সেখানে আরেকটু নজর দেওয়া দরকার।

তিনি বলেন আগামীতে বায়োমেট্রিক পদ্ধতিতে চিকিৎসকদের হাসপাতালে উপস্থিতি নিশ্চিত করা হবে। বায়োমেট্রিক পদ্ধতি চালু করতে হবে।

নার্সদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, নার্সরা রোগীর সেবা না করলে চাকুরি থেকে অব্যাহতি নিন।

গেল এক সপ্তাহে জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কর্মকর্তা ও কর্মচারিদের মধ্যে কর্মতৎপরতা বাড়াতে তিনি নিজে তাদের সঙ্গে দেখা করে নির্দেশনা দিচ্ছেন।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় পরিদর্শনকালে কর্মকর্তাদের প্রধানমন্ত্রী বলেছিলেন, বিশ্বের কোনো দেশে এতো বেশি বেতন বৃদ্ধির ইতিহাস নেই। বেতন এতো বেশি বৃদ্ধি পাওয়ার পরেও দুর্নীতি কেন হবে? ঐদিন সকল সরকারি কর্মকর্তাকে দুর্নীতিমুক্ত থেকে কাজ করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
সুত্র-আমার সংবাদ

Exit mobile version