Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বেড়িবাঁধ কে স্থায়ীভাবে রক্ষার পদক্ষেপ নিতে হবে- আতাউর রহমান

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক ঃঃ
জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বলেছেন হাওর রক্ষা বেড়িবাঁধ কে স্হায়ীভাবে রক্ষার পদক্ষেপ নিতে হবে। প্রতি বছর সরকারি অর্থের অপচয় না করে হাওরের পরিবেশ বজায় রেখে স্থায়ীভাবে বাঁধ রক্ষার চিন্তা করতে হবে। তিনি গতকাল জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওরের কয়েকটি ফসল রক্ষাবাঁধের কাজ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করে বলেন যেভাবে বাঁধের কাজ হচ্ছে তাতে করে আমরা আশাবাদী এই বাঁধ রক্ষা করা গেলে প্রতিবছর এক স্হানে বার বার বাঁধ নির্মাণ করে সরকারি অর্থের অপচয় রোধ করা যাবে। এজন্য পানি উন্নয়ন বোর্ড কে সুষ্ট পরিকল্পনা গ্রহণ করে কাজ করার আহ্বান জানান। তিনি নলুয়ার হাওরের প্রকল্পের সভাপতি রসময় দাস, আহমদ আলী ও রনধীর দাসের প্রকল্প গুলো সরেজমিনে দেখে সন্তোষ প্রকাশ করে দ্রুত কাজ শেষ করতে তাগাদা দেন। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন সংগঠনের সদস্য সচিব অমিত দেব উপস্থিত ছিলেন।

Exit mobile version