Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ব্রাজিলে করোনায় ২ লাখ মানুষের মৃত্যু

জগন্নাথপুর২৪ ডেস্ক::
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ব্রাজিলে দুই লাখের বেশি মানুষ মারা গেছেন। শনাক্ত ৮০ লাখের কাছাকাছি।

শুরু থেকে করোনার পরিসংখ্যান প্রকাশ করে আসা ওয়ার্ল্ডোমিটার ইনফো থেকে জানা যায়, বাংলাদেশ সময় শুক্রবার (৮ জানুয়ারি) দুপুর একটা পর্যন্ত ব্রাজিলে দুই লাখ ৪৯৮ জন মানুষ করোনায় মারা গেছেন।

দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৯ লাখ ৬১ হাজারের বেশি। তবে সুস্থ হয়ে ওঠেছেন ৭০ লাখের ৯৬ হাজার জন।

বৃহস্পতিবার একদিনে নতুন করে ৮৭ হাজার ১৩৪ জন শনাক্ত হয়েছেন। এই সময়ের মধ্যে মারা গেছেন এক হাজার ৪৫৫ জন।

শুরু থেকে আক্রান্ত ও মৃতের তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই ব্রাজিলের অবস্থান। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার জন্য দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনারোর অবহেলা ও নীতিকে দায়ী করা হয়ে থাকে।

গত কয়েক মাসে প্রেসিডেন্ট বলসোনারো, ভাইস প্রেসিডেন্ট হ্যামিলটন মৌরাওসহ ব্রাজিলের বিপুলসংখ্যক শীর্ষ রাজনীতিবিদ করোনায় আক্রান্ত হয়েছেন।

লাতিন আমেরিকার কয়েকটি দেশে করোনা প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হলেও ব্রাজিল এখনো পিছিয়ে আছে। এ নিয়ে সরকারের প্রতি ক্ষুব্ধ দেশটির জনগণ।

Exit mobile version