Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ব্রিকলেইনে মসজিদ কমিটির সাথে আব্দুশ শহিদ ও শফিকুর রহমান চৌধুরীর মতবিনিময়

আমিনুল হক ওয়েছ: ব্রিকলেইন মসজিদ কমিটি ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন যুক্তরাজ্য সফররত জাতীয় সংসদের সাবেক চীপ হুইপ ও শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহিদ ও সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী । এসময় তারা আগামী ২৩ জুন ইইউতে থাকা না থাকা বিষয়ে অনুষ্ঠিতব্য নির্বাচনে ইইউতে থাকার পক্ষে ভোট প্রদানে প্রবাসী বাংলাদেশীদের আহবান জানান।
ইউরোপিয়ান ইউনিয়নে থাকার পক্ষে প্রচারনায় অংশ নিতে বাংলাদেশ সরকার প্রতিনিধি হিসেবে প্রচারনার অংশ হিসেবে শুক্রবার বাদ জুম্মা ব্রিকলেইন মসজিদের সেমিনার হলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব সাজ্জাদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন আলীর পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরিফ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পীকার কাউন্সিলার আব্দুল মুকিত চুন্নু এমবিই, যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ সভাপতি শাহ আজিজুর রহমান, যুগ্ম সম্পাদক ফারুফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, ব্রিকলেইন মসজিদের ইমাম মাওলানা জিল্লুর রহমান চৌধুরী, কমিউনিটি নেতা নুরুল হক লালা মিয়া, আলতাফুর রহমান মোজাহিদ, আনসারুল হক, হাবিবুর রহমান হাবিব, এস এম সুজন মিয়া, হামিদুর রহমান চৌধুরী, ইউসুফ কামালী, এখলাছ মিয়া, গোলাম কিবরিয়া, আব্দুল হেলাল চৌধুরী সেলিম, ব্যবসায়ী মো: ইয়া হিয়া, মনির উদ্দিন, মো: ইলিয়াস মিয়া, মঈনুল হক, আশরাফুল ইসলাম, বাবুল খান, জুবায়ের আহমদ, সারোয়ার কবির, নাজমুল ইসলাম ইমন
এসময় যুক্তরাজ্য সফররত নেতৃবৃন্দ ইউরোপিয়ন ইউনিয়নে থাকলে প্রবাসী বাংলাদেশীরা অনেক বেশি উপকৃত হবেন বলে তাদের ও বাংলাদেশ সরকারের মতামত তুলে ধরেন । মতবিনিময়ে সময় উপাধ্যক্ষ আব্দুস শহিদ ও শফিকুর রহমান চৌধুরী সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড উপস্থিত কমিউনিটি নেতৃবৃন্দ সামনে তুলে ধরেন এবং দেশে জঙ্গীবাদ নির্মূলে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Exit mobile version