Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ব্রিকলেন জামে মসজিদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান চৌধুরী মৃত্যুতে শোক প্রকাশ

যুক্তরাজ্য প্রতিনিধি:: যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা ও ব্রিকলেন জামে মসজিদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান চৌধুরী আর নেই (ইন্নালিল্লাহি—-রাজিউন)।ৎবুধবার লন্ডন সময় রাত ১০টা ৫০ মিনিটে তিনি যুক্তরাজ্যের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের বাইশঘর গ্রাম নিবাসী মরহুম আলহাজ্ব আব্দুল মতলিব চৌধুরীর ২য় পুত্র। তিনি সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীর বড় ভাই। আতাউর রহমান চৌধুরী হাইস্কুলে অধ্যয়নকালীন সময়ে পরিবারের সাথে যুক্তরাজ্যে পাড়ি জমান। সেখানে তিনি আইয়ুববিরোধী আন্দোলনসহ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে প্রবাসে সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধের জন্য প্রবাসে তহবিল সংগ্রহসহ বিভিন্ন কর্মকান্ডে তৎপর ছিলেন। পঁচাত্তর পরবর্তী সময়ে বঙ্গবন্ধু হত্যাকান্ডের বিচারের পক্ষে প্রবাসে জনমত গড়ে তুলতেও সোচ্চার ছিলেন তিনি। ১৯৫২ সালে যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত বাঙালীর প্রাচীনতম সংগঠন বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ব্রিটেনে বাঙালীদের অন্যতম বৃহত্তম মসজিদ ব্রিকলেন জামে মসজিদের সেক্রেটারির দায়িত্ব পালন করেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত এই মসজিদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন।শোকপ্রকাশ : বিশিষ্ট কমিউনিটি নেতা আতাউর রহমান চৌধুরীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী,অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্ত গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাহফেরাত কামনা করেন।

Exit mobile version