Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ব্রিটিশ অধ্যাপকের সতর্কবার্তা. করোনা মহামারি : দাঙ্গা ছড়িয়ে পড়তে পারে ব্রিটেনে

জগন্নাথপুর২৪ ডেস্ক::
করোনাভাইরাসে সৃষ্ট মহামারির প্রভাবে ব্রিটেনে এই গ্রীষ্মে (সামার) দাঙ্গা ছড়িয়ে পড়তে পারে।ব্রিটিশ সরকারের এক শীর্ষ পরামর্শদাতা এ বিষয়ে সতর্ক করেছেন।

ব্রিটিশ সরকারের এই পরামর্শদাতার নাম অধ্যাপক ক্লিফোর্ড স্টট।

তিনি বলেছেন, কভিড -১৯ এর কারণে (ব্রিটেনে) ব্যাপক কর্মসংস্থান হ্রাস পাবে।

তিনি বলেন, চলমান বেকারত্ব এবং জাতিগত ও অর্থনৈতিক বৈষম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। এসব কারণ ’সংঘাত’ বাড়াতে পারে।

তিনি কেইল বিশ্ববিদ্যালয়ের সামাজিক মনোবিজ্ঞান বিষয়ের অধ্যাপক।

তিনি বলেন, স্থানীয়ভাবে আরোপিত লকডাউনের কারণে দরিদ্র এবং সমৃদ্ধ অঞ্চলের মধ্যে বিভাজন সৃষ্টি হয়েছে। এর প্রভাবও পড়তে পারে।

তিনি জনশৃঙ্খলার কৌশল বজায় রাখার বিষয়ে স্থানীয় দপ্তরকে পরামর্শ দিয়েছেন।

অধ্যাপক স্টট বলেন, পুলিশ যদি সম্প্রদায়গত সম্পর্ককে ইতিবাচকভাবে গড়ে তুলতে না পারে, তবে এই গ্রীষ্মে বৃহত্তর গোষ্ঠীর মধ্যে মারাত্মক জনবিশৃঙ্খলা দেখা দেয়ার সম্ভাবনা রয়েছে।

সূত্র : দ্য মেট্রো
সৌজন্যে কালের কণ্ঠ

Exit mobile version