Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ব্রিটিশ রাজ পরিবারের বার্ষিক টি পার্টিতে হাজারো সেলিব্রেটির মিলন মেলায় অংশ নেন জগন্নাথপুরের প্রবাসী কমিউনিটি নেতারা

আমিনুল হক ওয়েছ : ব্রিটিশ রাজ পরিবারের বার্ষিক টি পার্টিতে বাকিংহ্যাম প্যালেসে বসেছে হাজারো সেলিব্রেটির মিলন মেলা। সেখানে রাণীর সাথে কুশল বিনিয়ম করেছেন বিভিন্ন পেশার আমন্ত্রিত কয়েক হাজার সেলিব্রেটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটিশ রাজ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ। মঙ্গলবার বাকিংহাম প্যালেসের কুইন গার্ডেনে বসে জমজমাট ওই টি পার্টি।
বৃটেনের রাণীর বার্ষিক টি পার্টিতে যুক্তরাজ্যের মন্ত্রীসভার সদস্য, ব্রিটিশ পার্লামেন্ট সদস্য, বিভিন্ন এলাকার কয়েকশ মেয়র, কাউন্সিলর, রাজনীতিবিদ, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার আমন্ত্রিত অতিথিরা যোগ দেন।

ওই অনুষ্ঠানে বাঙ্গালী কমিউনিটির অন্তত ৫০জন আমন্ত্রণ পেয়েছেন বলে জানা গেছে। এ বছর বাঙ্গালী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সায়েদ আহমেদ সাদ, সাধারণ সম্পাদক সানু মিয়া, মঈনুল হক, শামীম আহমদ, ইলিয়াছ চৌধুরী, সৈয়দ আজিজুস রহমান সামী, ব্যারিষ্টার শওগাতুল আনোয়ার খান, টাওয়ার হ্যামলেটসের স্পীকার আবদুল মুকিত চুনু এম.বি.ই প্রমুখ।

ব্রিটিশ রাজ পরিবারের রাজকীয় ওই টি পার্টিতে বিভিন্ন দেশের কূটনীতিকরা যোগ দিলেও বাংলাদেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন কি না তা অনুষ্ঠানে উপস্থিত বাঙ্গালী কমিউনিটির কেউ নিশ্চিতভাবে জানাতে পারেননি।

রাণীর ওই টি পার্টিতে সংসদ সদস্যরা আমন্ত্রণ পান বটে তবে একই ব্যক্তি প্রতি বছর আমন্ত্রণ পান না। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির তালিকা আরো দুই মাস আগে চুড়ান্ত করা হয়। তাই রাজকীয় ওই অনুষ্ঠানে সদ্য সমাপ্ত নির্বাচনে বিজয়ী এমপিদের অনেকেই যেতে পারেননি।

ব্রিটিশ রাজ পরিবারের রাজকীয় ওই টি পার্টিতে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়ার রেওয়াজ নেই। রাণী তার আসন থেকে অতিথিদের সামনে যান এবং কুশল বিনিময় করেন। সেই সাথে চলে বিভিন্ন ব্যান্ড গ্রুপের অনবদ্য পরিবেশনা। অনুষ্ঠানে চা, কফি, পাণীয়, আইসক্রীমসহ বিভিন্ন খাবার পরিবেশন করা হয়।

রাজকীয় ওই টি পার্টিতে আমন্ত্রণ পাওয়া এবারের ভাগ্যবানদের একজন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট কমিউনিটি নেতা সানু মিয়া। তিনি বলেন, ‘ব্রিটিশ রাজ পরিবারের সাথে আমার ঘনিষ্ঠ যোগাযোগ প্রায় দুই যুগের। প্রয়াত ডায়ানার সাথেও আমার পরিচয় ছিল। প্রিন্স চার্লস আমাকে একজন সক্রিয় কমিউনিটি এক্টিভিষ্ট হিসেবে চেনেন। তারা আমাদের বাঙ্গালীদের রাজ পরিবারের বন্ধু মনে করে। এবারের নির্বাচনে ব্রিটিশ বাঙ্গালী টিউলিপ, রুপা এবং রুশনারা নির্বাচিত হওয়ায় রাজ পরিবারের বাঙ্গালীদের কদর আরো বাড়বে। আগামীতে নিশ্চয় আরো বেশি সংখ্যক বাঙ্গালী রাজ পরিবারের অনুষ্ঠানে আমন্ত্রণ পাবেন।’

Exit mobile version