Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ব্রিটেনের নির্বাচনে জগন্নাথপুরের ৮ জন কাউন্সিলার নির্বাচিত

আমিনুল হক ওয়েছ যুক্তরাজ্য থেকে ::-
ব্রিটেনের স্থানীয় নির্বাচনে প্রবাসী অধ্যুষিত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার প্রবাসীদের জয় জয়কার হয়েছে। গতকাল শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনে জগন্নাথপুরের ৮জন কাউন্সিলার নির্বাচিত হয়েছেন।
জানা যায়, উপজেলার জগন্নাথপুর পৌরশহরের হবিবপুর এলাকার বিশিষ্ট সমাজসেবক আব্দুল মুকিত চুনু (এম.বি.ই)তৃতীয় বারেরমতো ওয়াবারর্স এলাকা থেকে কাউন্সিলার নির্বাচিত হয়েছেন। একই এলাকার যুক্তরাজ্য প্রবাসী সাবেক কাউন্সিলার হেলাল রহমানের স্ত্রী জেনেট রহমান ব্রোমলী বাই ব নর্থ ওয়ার্ড থেকে নির্বাচিত হন।
অপর দিকে উপজেলার পাটলী ইউনিয়নের পাটলী গ্রামের লুৎফুর রহমান ম্যানচেষ্টার সিটি কাউন্সিল থেকে চারবার নির্বাচিত হয়েছেন। একই গ্রামের আবুল কহের চৌধুরী দ্বিতীয়বারের মতো হাম্পশায়ার এলাকা থেকে নির্বাচিত হন। ওই গ্রামের কাহার চৌধুরী লেবারপার্টির পক্ষে লেনসবারি এলাকা থেকে কাউন্সিলার নির্বাচিত হন। গ্রামের আরেক প্রবাসী শমশির কৌরেশীর স্ত্রী লিমা কৌরেশী স্পিটাপিল্ড এলাকা থেকে নির্বাচিত হয়েছেন। ওই ইউনিয়নের প্রভাকরপুর গ্রামের আহবাব হোসেন বেথনালগ্রীণ এলাকা থেকে নির্বাচিত হন। এছাড়া উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গোয়ালগাঁও গ্রামের সৈয়দ তরব আলী মেয়ে সৈয়দা সামছিয়া আলী ডারলিংটন থেকে নির্বাচিত হয়েছেন। বাংলাদেশী বাংশোদ্ভুত এই জনপ্রতিনিধিদের বিজয়ে দেশে বিদেশ অবস্থানরত তাদের আত্মীয় স্বজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা বিরাজ করছে।
বিজয়ী কাউন্সিলারদের অভিনন্দন আর শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বইছে প্রচার প্রচারনা।

Exit mobile version