Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ব্রিটেনের সাউথ শিল্ডের ব্যবসায়ী জগন্নাথপুরের ইছগাঁও গ্রামের টিপু সুলতানকে গুলি করে হত্যা

আমিনুল হক লন্ডন থেকে:: নিউক্যাসলের স্যান্ডারল্যান্ডে ৩২ বছর বয়সী টিপু সুলতান নামের এক বৃটিশ বাংলাদেশী ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ব্যবসায়ীর বাড়ি জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইছগাঁও গ্রামে। মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে সাউথ শিল্ডের মার্সডেন এলাকার লেইক এভিনিউতে তার ব্যবসা প্রতিষ্টান হ্যার্বস এন্ড স্পাইস কিচেন টেইকওয়ে এঘটনা ঘটে। দুজন অপরিচিত লোক মোটর সাইকেলে এসে তাকে গুলিবিদ্ধ করে বলে জানিয়েছেন প্রত্যক্ষদশীরা। ঘটনার সময় টিপু সুলতানের বাবাও সেখানে উপস্থিত ছিলেন বলে স্থানীয় সংবাদ মাধ্যমে উল্লেখ করা হয়েছে। নিহত টিপুর বাবা আমিন মিয়া। বয়স ৬০ বছর, দুবৃত্তরা অস্ত্র উচিয়ে তাকেও ভয় প্রর্দশন করলে তিনি টেইকওয়ের দরোজা বন্ধ করে দেন। দরোজা বন্ধ থাকায় বাইরে টিপু কে হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। নিহতের স্ত্রীর নাম নাসরিন বয়স ২৭ বছর তাদের ৭ বছরের এক ছেলে ও ২বছর বয়েসের এক কন্যা সন্তান রয়েছে। এঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে পুলিশ দুই মোটরসাইকেল আরোহিকে খুঁজছে। এদিকে জগন্নাথপুরের রানীগঞ্জ ইউনিয়নের ইছগাঁও গ্রামে এ হত্যাকান্ডের খবর এসে পৌঁছলে গ্রামে থাকা আত্বীয় স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। আত্বীয় স্বজনরা জানান, প্রায় ছয় মাস আগে স্বপরিবারে তারা দেশে এসে গেছেন। নিহত ব্যবসায়ী ছাতক উপজেলার জিয়াপুর গ্রামে বিয়ে করেন।উল্লেখ্য ওই নিহত ব্যবসায়ী দীঘদিন ধরে স্বপরিবাস ব্রিটেনে বসবাস করে ব্যবসা করে আসছিলেন। হৃদয়বিদারক এ হত্যাকান্ডের ঘটনায় জগন্নাথপুরে শোক বিরাজ করছে।

Exit mobile version