Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ব্রিটেনে নির্বাচনত্তোর বিক্ষোভ: গ্রেফতার ১৭, আহত চার পুলিশ

আমিনুল হক ওয়েছ লন্ডন থেকে:: গত ৭মে’র নির্বাচনে টোরি দলের নিরঙ্কুশ বিজয়ের পরে প্রায় হাজার খানেক বিক্ষোভকারীর মিছিল আর জমায়েতে ফুঁসে উঠেছিল সেন্ট্রাল লন্ডনের হওয়াইট হল এলাকা। কনজারভেটিভ পার্টির বিজয়কে মেনে নিতে না পারা সমবেত বিক্ষোভ কারীরা মুখে সরকার বিরোধী নানা স্লোগান আর হাতে ফ্যাস্টুন নিয়ে কনজারভেটিভ পার্টির অফিস অভিমূখে অগ্রসর হয়। পুলিশ তাদের আটকাতে গেলে এক পর্যায়ে পুলিশের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। ধীরে ধীরে উত্তেজনা বাড়তে থাকে। বিক্ষোভকারীদের ছোড়া স্মোকবোমা এবং ঢিলে আহত হয় চার পুলিশ। ঘটনায় আটক করা হয় ১৭জন বিক্ষোভকারীকে। টোরি দল এবং ডেভিড ক্যামরুনকে কটাক্ষ্য করে ব্যানার ও ফ্যাস্টুন সহ বিক্ষোভকারীদের গন্তব্য কনজারভেটিভ পার্টির হেডকোয়ার্টার অভিমুখে হলেও পুলিশী বাঁধার মুখে সেন্ট্রাল লন্ডনের হোয়াইট হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সকল নারীদের উৎসর্গ করে বানানো শহীদ মিনারের কাছেই থামতে হয়।পুলিশ বলছে অনুমতি ছাড়া এমন বিক্ষোভ এর জন্য তারা বাধা দিয়েছেন। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের নারী শহীদদের স্মরণে স্মৃতি স্তম্ভে পা তুলে অপমান করায় কয়েকজনকে আটক করা হয়েছে। অন্যদিকে বিক্ষোভ কারীদের ঢিলের আঘাতে আহত এক পুলিশ সদস্য কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

Exit mobile version