Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বড় হাওরের পর ডুবছে ছোট হাওরের ফসল

স্টাফ রিপোর্টার :: জেলার সর্ববৃহৎ জগন্নাথপুরের নলুয়া হাওরের ফসলডুবির গতকাল আরো কয়েকটি হাওরের বেড়িবাঁধ ভেেেঙ্গ ফসল পানিতে তলিয়ে গেছে। উপজেলার দ্বিতীয় বৃহৎ মইয়ার হাওরের নারিকেল তলা এলাকায় গতকাল মঙ্গলবার দুইটি বেড়িবাঁধ ভেঙ্গে হাওরে পানি প্রবেশ করছে।গত শনিবার নলুয়ার হাওরের কয়েকটি বাঁধ ভেঙ্গে যাওয়ায় ইতিমধ্যে মইয়ার হাওরে পানি ডুকে পরে। মঙ্গলবার ওই হাওরের দুইটি বাঁধ ভেঙ্গে যাওয়ার ফলে হাওরের পুরোফসল পানিতে তলিয়ে যায়। এতে ৪ হাজার হেষ্টর বোরো ফসলের ক্ষতি হয়েছে বলে স্থানীয় কৃষকরা জানিয়েছেন। এদিকে আশারকান্দি ইউনিয়নের মোকামের ঢালার বাঁধ ভেঙ্গে কালনীচর হাওরের ফসল পানিতে তলিয়ে যাচ্ছে বলে কৃষকরা জানান।

মইয়ার হাওরের কৃষক জমির মিয়া জানান, দু’টি বেড়িবাঁধ ভেঙ্গে হাওরে পানি প্রবেশ করছে। আমি ২০ কেদারা জমিতে চাষাবাদ করেছি। ক্ষেতের ফসল পাকার আগেই সব ফসল পানিতে তলিয়ে গেছে।
উপজেলার আশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান শাহ আবু ইমানী জানান, মোকামের ঢালার বাঁধ ভেঙ্গে বানাইয়ার হাওর, ঐয়ারকোণা, পিলিয়ার হাওরের প্রায় ১হাজার ৫শত একরের ফসল পানিতে নিমজ্জিত হয়ে গেছে। তিনি জানান, এরই মধ্যে ইউনিয়নের সব ক’টি হাওরের ফসল ডুবে গেছে।

কৃষকরা জানান, গত ২/৩ বছর ধরে হাওরের আবাদ করা একমাত্র বোরো ফসল প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ধান গোলায় তুলতে পারেননি। এবছর পানি উন্নয়ন বোর্ডের দূর্নীতিবাজের কারনে বেড়িবাঁধগুলোতে নিম্মমানের কাজ করায় কয়েকদিনের ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলে উপজেলার প্রধান নলুয়ার হাওরসহ ছোটবড় সব কটি হাওরের ফসল পানিতে তলিয়ে গেছে।

জগন্ন্থপুর উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, এ বছর নলুয়া, মইয়ার ও পিংলার হাওরসহ ছোট বড় ১৫টি হাওরে ২৫ হাজার হেক্টরে বোরো ফসলের আবাদ করা হয়েছে। হাওরের ফসলডুবির ক্ষয়ক্ষতি এখনো নির্ণয় করা হয়নি।

Exit mobile version