Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ভারতীয়দের বৌ বিক্রির পরামর্শ বিচারকের

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: শৌচাগার বানানোর টাকা না থাকলে বৌ বিক্রির পরামর্শ দিয়েছেন ভারতের এক বিচারক।

মোদি সরকারের ‘স্বচ্ছ ভারত’ অভিযানের প্রচার চালাতে গিয়ে বিহারের আওরঙ্গবাদের জেলা ম্যাজিস্ট্রেট কানওয়াল তনুজ শনিবার এমন পরামর্শ দেন। খবর এনডিটিভির।

তিনি বলেন, বাড়ি বাড়ি শৌচাগার বানাতে হবে। যদি অর্থ না থাকে, বউ বেচে দিন।

এনডিটিভি অনলাইনের খবরে বলা হয়েছে, আওরঙ্গবাদ জেলার এক সভায় ওই ম্যাজিস্ট্রেট বলেন, ‘একটি শৌচাগার বানাতে মাত্র ১২ হাজার রুপি লাগে। হাত তুলুন, আপনাদের কার কার বউয়ের মূল্য ১২ হাজার রুপির কম? যদি পারেন নিজের স্ত্রীর সম্ভ্রম রক্ষা করুন।’

কানওয়াল তনুজের এই বক্তব্য শুনে গ্রামের এক বাসিন্দা হাত তুলে বলেন, ‘বাড়িতে শৌচাগার বানানোর মতো অর্থ আমার নেই।’

উত্তর শুনে ম্যাজিস্ট্রেট বলেন, ‘যদি আপনার কথা সত্যি হয়, তবে বাড়ি গিয়ে বউ বেচে দিন।’

তার এ মন্তব্যের ক্ষুব্ধ হয়ে সমাজবাদী দলের স্থানীয় নেতা যূথী সিং বলেছেন, ‘সরকারি কর্মকর্তা হলেই কেউ এভাবে যা তা বলতে পারেন না।’

বিহারের ক্ষমতাসীন দল জনতা দলের নেতা রাজীব রঞ্জন বলেন, ভালো কর্মকর্তা হিসেবে তার সুনাম আছে। তবে তিনি যা বলতে চেয়েছেন, তা ঠিকভাবে বলতে পারেননি। তিনি যা বলেছেন, তা ঠিক বলেননি।

Exit mobile version