Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ভারতের অন্ধ্রে করোনা চিকিৎসায় ব্যবহৃত হোটেলে আগুন, নিহত ৯

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ভারতের অন্ধ্র প্রদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যবহৃত একটি হোটেলে অগ্নিকাণ্ডে ৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৫ থেকে ২০ জন।

রোববার ভোরে রাজ্যের বিজয়ওয়াড়ায় স্বর্ণ প্যালেস হোটেলে এ অগ্নিকাণ্ড ঘটে। নিহতদের সবাই করোনা রোগী কিনা, তা জানা যায়নি। খবর এনডিটিভির।

স্বর্ণ প্যালেস নামে হোটেলটি রমেশ হাসপাতাল করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যবহার করছিল। অগ্নিকাণ্ডের সময় ওই হোটেলে ২২ জন করোনা রোগী ছিলেন।

কর্তৃপক্ষ জানায়, রোববার ভোর ৫টার দিকে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত দমকল বাহিনী ছুটে যায় ওই এলাকায়। আধা ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, এ ঘটনায় ১৫-২০ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ২-৩ জনের অবস্থা আশঙ্কাজনক। আগুনে আতংকিত হয়ে দু’জন লাফিয়ে নিচে পড়ে মারাত্মক আহত হন।

স্থানীয় ডিসি মোহাম্মদ ইমতিয়াজ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে। আমরা ভবনটি থেকে সবাইকে উদ্ধার করেছি।

অগ্নিকোণ্ডে নিহতের ঘটনায় শোক জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডি। ঘটনায় শোক জানিয়ে মুখ্যমন্ত্রীকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এর আগে এ মাসের শুরুতে গুজরাটের আহমেদাবাদের বেসরকারি একটি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) আগুন লেগে আটজন করোনা রোগী নিহত হয়।

 

Exit mobile version