Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ভারতে একদিনে করোনায় আক্রান্ত ২ লাখ ৬৪ হাজার

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বিশ্বে চলছে করোনার তৃতীয় ঢেউ। প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃত্যর সংখ্যা। এশিয়ার মধ্যে আক্রান্তের দিক থেকে এগিয়ে ভারত। দেশটিতে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। এর সঙ্গে যুক্ত হয়েছে করোনার নতুন সংক্রমণ ওমিক্রন।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে— শুক্রবার সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার বেড়েছে ৬.৭ শতাংশ।

এ সময় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৪ হাজার ২০২ জন। সংক্রমনের হার ১৪.৭৮ শতাংশ। এর মধ্যে ওমিক্রন সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৫৩। একই সময় মারা গেছেন ৩১৫ জন।

পরিসংখ্যান অনুযায়ী, ভারতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ৬৫ লাখ ৮২ হাজার ১২৯ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৫ হাজার ৩৫০ জনের।

Exit mobile version