Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ভারতে বজ্রপাতে ৪০ জনের মৃত্যু

40-killed-in-UP,-Bihar,-Jharkhand-due-to-thunderstorm,-lightning-rtv-rtv-online ভারতে তিন রাজ্যে বজ্রপাতে নিহত ৪০

জগন্নাথপুর২৪ ডেস্ক::ভারতের উত্তর প্রদেশ, বিহার ও ঝাড়খণ্ড রাজ্যে বজ্রপাতে নিহত হয়েছেন অন্তত ৪০ জন। নিহতদের মধ্যে বিহারে ১৯ জন, ঝাড়খণ্ডে ১২ জন এবং উত্তর প্রদেশে ৯ জন মারা গেছেন।

সোমবার রাতে বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে এনডিটিভি ও ইন্ডিয়া টুডে।

এই বজ্রপাতের ঘটনায় তিন রাজ্যে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন প্রায় ৩২ জন।

ভারতের তথ্য সচিব অভিনেশ শেঠি বার্তা সংস্থা পিটিআইকে বলেন, রাজ্যে উদ্ধার কাজ চালানো হচ্ছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে জেলা ম্যাজিস্ট্রেটকে জনগণের কাছে ত্রাণসামগ্রী সরবরাহের জন্য বলা হয়েছে।

এদিকে আঞ্চলিক আবহাওয়া অফিস আগামী ১৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় ও পূর্বাঞ্চলীয় কয়েকটি প্রদেশে বালু ঝড়ের পূর্বাভাস দিয়েছে।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে বালুঝড়, বৃষ্টি ও বজ্রপাতে লণ্ডভণ্ড হয়েছিল ভারতের উত্তরপ্রদেশ-রাজস্থানের অনেক জেলা। এতে নিহত হয়েছিলেন ৭০ জনের বেশি। আর আহত হয়েছিলেন শতাধিক।

Exit mobile version