Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ভাসানচরে এক লাখ রোহিঙ্গা স্থানান্তর হবে: পররাষ্ট্রমন্ত্রী

জগন্নাথপুর২৪ ডেস্ক:: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানিয়েছেন শিগগিরই নোয়াখালীর ভাসানচর দ্বীপে প্রাথমিকভাবে এক লাখ রোহিঙ্গাকে স্থানান্তর করা হবে। ভাসানচরের অবকাঠামো নির্মাণের কাজ শেষ পর্যায়ে বলেও জানান তিনি।

শুক্রবার ধানমণ্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। এর আগে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যদি প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের আশ্রয় না দিতেন, তাহলে সারা বিশ্বে তা লজ্জার কারণ হতো। তাদের আশ্রয় না দিলে মিয়ানমারে বিশ্বের মধ্যে অন্যতম তৃতীয় গণহত্যা ঘটত। সাত থেকে আট লাখ মানুষকে মেরে ফেলা হতো। প্রধানমন্ত্রী তাদের আশ্রয় দিয়ে পৃথিবীর সব নেতার মুখ উজ্জ্বল করেছেন।’

আগামী মাসে দিল্লিতে অনুষ্ঠিতব্য ঢাকা-দিল্লি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে তিস্তা ইস্যু আলোচনায় থাকবে কি না জানতে চাইলে সরাসরি কোনো উত্তর দেননি পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, এ বিষয়ে আলোচনা হবে।

Exit mobile version