Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ভিডিও কনফারেন্সে ৬৪ জেলার কর্মকর্তাদের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

জগন্নাথপুর২৪ ডেস্ক::
রোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের চলমান কার্যক্রমের সমন্বয় করতে দেশের ৬৪ জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সকাল ১০টায় সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে তাদের বিভিন্ন নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। খবর ইউএনবির

এদিকে, টানা দুদিন করোনাভাইরাস আক্রান্ত রোগী না পাওয়ার পর সোমবার গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও একজন করোনা আক্রান্ত রোগী শনাক্তের কথা জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য নিশ্চিত করে বলেন, দেশে এখন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৪৯ জনে দাঁড়িয়েছে এবং নতুন করে আরও চারজন সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়ে ফিরেছেন ১৯ জন।

Exit mobile version