Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ভুলক্রমে বিকাশের টাকা গেল অন্য নম্বরে, উদ্ধার করলো জগন্নাথপুর থানা পুলিশ

স্টাফ রিপোর্টার:;

বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে গিয়ে ভুলক্রমে চলে যায় অন্য নম্বর। টাকা ফেরত দেওয়ার জন্য ওই গ্রাহককে অনুরোধ করেও ফেরত পাননি টাকা। অবশেষে পুলিশের সহযোগিতায় টাকাগুলো পেয়েছেন এক যুবক।

গতকাল রোববার রাতে উদ্ধারকৃত টাকা হস্তান্তর করা হয়েছে।

পুলিশ ও জিডি সূত্রে জানা জানা যায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের মইজপুর গ্রামের সাইফুর রহমান গত ৭ এপ্রিল বিকাশে ২০ হাজার ৪০০ টাকা পাঠাতে গিয়ে ভুলে অন্য নম্বরে পাঠিয়ে দেন। পরে ওই নম্বরে যোগাযোগ করা হলে ওই ব্যক্তি টাকা ফেরত পাঠাতে অস্বীকার করেন।

বিষয়ে গত সোমবার (৯  এপ্রিল) সাইফুর রহমান থানায় একটি ডায়েরি (জিডি) করেন। যারপ্রেক্ষিতে পুলিশ তথ্য প্রযুক্তির মাধমে টাকাগুলো উদ্ধার করে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, জিডি’র পর ওই নম্বরের তথ্য অনুসারে সিরাজগঞ্জ জেলার সদর থানার ওসির সাথে যোগাযোগ করে ভুলবশত চলে যাওয়া টাকা উদ্ধারে সক্ষম হই। টাকাগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে।##

 

Exit mobile version