Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ভুল প্রশ্নে পরীক্ষা: এইচএসসির সেই ৫ শিক্ষার্থী অকৃতকার্য

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: চলতি বছর এইচএসসিতে পদার্থ বিজ্ঞান বিষয়ে ভুল প্রশ্নে পরীক্ষা দেওয়া চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর বিশ্ববিদ্যালয় কলেজের সেই পাঁচ শিক্ষার্থীর কেউ পাস করতে পারেনি।

রোববার এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর থেকে অকৃতকার্য হওয়া এই শিক্ষার্থীদের কান্না থামানো যাচ্ছে না।

তাদের অভিযোগ, ভুল প্রশ্নে পরীক্ষা নেওয়ার কারণেই তারা সবাই অকৃতকার্য হয়েছেন।

তারা জানায়, গত ২৪ এপ্রিল অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রথম পত্র বিষয়ে পরীক্ষায় ২০১৬ সালের অনিয়মিত পরীক্ষার্থীদের ২০১৭ সালের সিলেবাসের প্রশ্ন দিয়ে পরীক্ষা নেওয়া হয়। ওই সময় প্রশ্ন পেয়ে তারা ঘটনাটি তাৎক্ষণিক দায়িত্বরত শিক্ষককে জানালে শিক্ষক ‘সমস্যা হবে না’ বলে বিষয়টি ধাপাচাপা দেন এবং তাদের ভুল প্রশ্নেই পরীক্ষা দিতে বাধ্য করেন। অথচ এ দুই সেশনের প্রশ্ন এবং সিলেবাস ও মান বণ্টন সম্পূর্ণ আলাদা।

এ ঘটনায ওই পাঁচ শিক্ষার্থী গত ১ মে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগও করেছিল। এ নিয়ে ওই সময় সমকালসহ বিভিন্ন প্রত্রিকায় ‘ভুল প্রশ্নে পরীক্ষা: শিক্ষকের দায়িত্বে অবহেলায় ৫ পরীক্ষার্থীর শিক্ষাজীবন বিপন্ন’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়েছিল।

পরীক্ষার্থী উম্মে হাবিবা বলেন, ‘শিক্ষকরা আমাদের ভুল করে চলতি শিক্ষাবর্ষের (নিয়মিত) প্রশ্ন দিয়েছিল। যার কারণে আমরা পাঁচজনই ফেল করেছি।’

সাথী আক্তার বলেন, ‘স্যারদের ভুলে আমরা ফেল করলাম। আমাদের শিক্ষা জীবনের একটি বছর ফিরিয়ে দেবে কে?’

এ ব্যাপারে ছেঙ্গারচর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ এসএম আবুল বাশার বলেন, ‘আসলে অনেক পরীক্ষার্থী ফেল করেছে। তারা ভুল প্রশ্নে পরীক্ষা দেওয়ায় ফেল করেছে নাকি অন্য কারণ আছে তা যাচাই করলে বোঝা যাবে। তবে আমার ধারণা, অন্য কারণে তারা ফেল করেছে।’
সুত্র-সমকাল

Exit mobile version