Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ভূমধ্যসাগর থেকে উদ্ধার ১৩ বাংলাদেশি দেশে ফিরেছেন

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া ১৩ বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (১৯ আগস্ট) বেলা ১টা ১৫ মিনিটে টার্কিশ এয়ারওয়েজের বিমানযোগে তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

ব্র্যাকের অভিবাসন কর্মসূচি প্রধান শরিফুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মানব পাচারের শিকার এ ভুক্তভোগীদের ঠিকানা যাচাই বাছাইয়ের জন্য বর্তমানে বিমানবন্দর ইমিগ্রেশনের তত্ত্বাবধানে আছেন।

জানা যায়, দেশে ফেরা ১৩ কর্মীর মধ্যে শরিয়তপুরের ৯, মাদারীপুর ২, চাঁদপুরের ১ ও কুমিল্লা জেলার ১ জন রয়েছেন।

তারা হলেন : শরিয়তপুরের মোশাররফ খান, সাগর চন্দ্র বর্মন, সামিম খা, রমজান সুয়েল, নাজমুল ফকির, মো. শাকিল হোসেন, সিপন হাওলাদার, সালাম হাওলাদার ও অনিক বেপারী। মাদারীপুরের রাশেদুল ইসলাম ও শাকিল লসকর, চাঁদপুরের আবুল হোসেন এবং কুমিল্লার মোস্তফা কামাল।

ভুক্তভোগীরা জানান, চলতি বছরের শুরু দিকে ভিজিট ভিসা নিয়ে প্রথমে দুবাই যান। এরপর দুবাই থেকে লিবিয়া তারপর তিউনিসিয়া গিয়েছিলেন। সবাই তিউনিসিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন।

উল্লেখ্য, একই পরিস্থিতির শিকার হয়ে গত ১ জুলাই ১৭  ও ২৪ মার্চ ৭ বাংলাদেশি দেশে ফিরে আসেন।

Exit mobile version