Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ভোটকক্ষে সাংবাদিকরা যা করতে পারবেন, যা পারবেন না

জগন্নাথপুর২৪ ডেস্ক::
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোটকক্ষে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। তবে সাংবাদিকরা শুধুমাত্র ছবি তোলার জন্য মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন।

এছাড়া নির্বাচন পর্যবেক্ষকরা ভোটকক্ষের ভেতরে বেশিক্ষণ অবস্থান করতে পারবেন না বলে ব্রিফিংয়ে নির্দেশনা দেন সিইসি।

শনিবার নির্বাচন কমিশন ভবনে নির্দেশনামূলক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।

দুপুরে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার নেতৃত্বে অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন। এসময় সিইসি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবান দেন।

তিনি বলেন, ভোট চলাকালীন ভোটকক্ষে সীমিত সংখ্যক সাংবাদিক প্রবেশ করতে পারবেন। একসঙ্গে অনেকজন সাংবাদিক কক্ষে প্রবেশ করতে পারবেন না।

সংবাদমাধ্যমগুলো ভোটকেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করতে পারবে। তবে ভোটকক্ষের ভেতর থেকে সরাসরি সম্প্রচার করা যাবে না বলেও জানান তিনি।
সুত্র-কালের কণ্ঠ

Exit mobile version